মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালীগঞ্জে মসলিন কটন মিলস্ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শনিবার বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে। হা-মীম গ্রুপের কনসালটেন্ট একেএম মাহফুজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন।
অনুষ্ঠানে স্বাগত বক্তা রাখেন মসলিন কটন মিলস্ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার দাস। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ হা-মীম গ্রুপের ইডি জোনাল অবসরপ্রাপ্ত কর্নেল মাহফুজুল হক, হা-মীম গ্রুপের ইডি ব্রাইট ওয়াশ মো.এনামুল হক, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান আলম, কালীগঞ্জ পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ হোসেন আরমান মাষ্টার, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলমগীর হোসেন স্বপন, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা, কালীগঞ্জ পৌর বিএনপির সাধারন সম্পাদক মো.ইব্রাহীম প্রধান প্রমুখ।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন কবির মাষ্টার, সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান খান লাভলু, কালীগঞ্জ পৌর বিএনপির যুববিষয়ক সম্পাদক সোহরাব হোসেন খান বাবু, গাজীপুর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি ইনজামুল হক জাকির, সাবেক সাংগঠনিক সম্পাদক মো.জাকির হোসেন, পৌর ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মু. শহীদুল্লাহ, সাধারন সম্পাদক রমজান আলী, কালীগঞ্জ পৌর যুবদলের আহবায়ক মো.কায়েস ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাশিদুল হাসান রিপন প্রমুখ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর