মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে মোক্তারপুর চেয়ারম্যান মার্কেট এলাকার আশরাফ ইলেকট্রনিক্স ফার্নিচার দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ আশরাফ হোসেন সেতু (২৬)। তিনি মোক্তারপুর মধ্যপাড়া এলাকার মোঃ মোশারফ হোসেনের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সেতুর দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মোট ওজন ১ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ৩,০০০ টাকা। ঘটনার পর এসআই (নিঃ) মোঃ ইব্রাহীম শেখ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় কালীগঞ্জ থানায় মামলা (মামলা নং-১৯, তারিখ: ২১ নভেম্বর ২০২৫) দায়ের করেন।
এ ঘটনায় এসআই (নিঃ) হায়াতুর রহমানকে তদন্তভার প্রদান করা হয়েছে। কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন জানান, মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে এবং এলাকায় শৃঙ্খলা রক্ষায় পুলিশের তৎপরতা আরও জোরদার করা হবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর