এসএন ডেস্ক: গাজায় ইসরাইলী হামলায় এ পর্যন্ত নিহতের সংখ্যা আট হাজার ছাড়িয়েছে।
রোববার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
সূত্র বলেছে, ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা আট হাজার ছাড়িয়েছে। এদের অর্ধেকই শিশু।
শনিবার নিহতের সংখ্যা সাত হাজার ৭০৩ বলে জানানো হয়েছিল।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলে বড়ো ধরনের হামলা চালায়। ইসরায়েল এর পর থেকে গাজায় পাল্টা হামলা অব্যাহত রেখেছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর