# আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলা, ও হত্যার প্রতিবাদে পঞ্চগড় জেলার আটোয়ারীতে ০৭ এপ্রিল, সোমবার সকাল ১১ টায় বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। আয়োজনে সাধারণ ছাত্র-জনতা, বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে এ কর্মসূচী পালিত হয়।
মার্চ ফর ফিলিস্তিন” উপলক্ষে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে জড়ো হতে থাকে ছাত্র-জনতা, বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যসহ সর্বস্তরের মানুষজন। “আমাকে হাজারবার গুলি করো, আমার সন্তানকে মেরো না”, আমার ফুসফুস কেটে নিয়ে উল্লাস করো, আমার বাচ্চার অক্সিজেন কেড়ে নিও না”, “তোমার বুটের লাথিতে আমার পাজর ভেঙ্গে দাও, বাচ্চাটাকে ছুঁয়ো না” ফিলিস্তিনের শিশুদের রক্ষার জন্য তাদের অভিভাবেকদের এ জাতীয় আবেগজড়িত কথা উল্লেখ করে হামলা ও হত্যার প্রতিবাদ জানানো হয়।
পরে বিক্ষোভ মিছিল নিয়ে ফকিরগঞ্জ বাজার, গোল চত্বর হয়ে উপজেলা প্রেসক্লাবের সামনে এসে আধা ঘন্টাব্যাপী সমাবেশ পালন করা হয়। এতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ছাত্রদের মধ্যে শ্রাবন, প্রাবন, রাব্বু, জাহেদ, আবু হাসান, মাহিন, রাহাত, বাধন প্রমুখ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর