1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ২৬ অক্টোবর ২০২৪, ০৪:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
যুক্তরাষ্ট্র ও কানাডা সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান পঞ্চগড়ে বর্তমান কদর বেড়েছে মসলা দ্রব্য তেজপাতার তানোরে ব্যারিস্টার আমিনুল হক স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন  আমরা অপকর্ম করার জন্য রাজনীতি করি না : ভোলায় মেজর (অব.) হাফিজউদ্দিন ছাত্রলীগ নিষিদ্ধের ঘটনা প্রমাণ করে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল : মামুনুল হক ভোলাহাটে ক্যারেলা সিমগাছ  কর্তন, ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি,  থানায় অভিযোগ রাজশাহীতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে রান ফর রিজিল্যান্স অনুষ্ঠিত খুলনা বিশ্ববিদ্যালয় কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় ৭১.৮১ শতাংশ পরীক্ষার্থীর অংশ গ্রহণ রূপসায় জামায়াতে ইসলামীর যুববিভাগের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত  যুবদল কালপুর ১ ন! ওয়ার্ড শাখার আয়োজনে মত বিনিময় সভা

গাইবান্ধা শহরের কলেজ পাড়ায় সন্ত্রাসী হামলায় বসতবাড়ি ভাংচুর ও লুটপাট, অগ্নিসংযোগের ঘটনায় আদালতে মামলা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ২০২ বার এই সংবাদটি পড়া হয়েছে

ক্যাপশন: সন্ত্রাসীদের হামলায় ক্ষতিগ্রস্ত বাড়ি ঘর।

শাহরিন সুলতানা সুমা, গাইবান্ধা…………………………………………………

গাইবান্ধা শহরের কলেজ পাড়ায় দীর্ঘদিন যাবৎ জমিসংক্রান্ত বিরোধ এর জের হিসেবে প্রতিপক্ষের বসতবাড়ি ভাংচুর ও লুটপাট অগ্নিসংযোগের ঘটনায় সাড়ে ৯ লক্ষ টাকার ক্ষতি সাধন করেছে প্রতিপক্ষরা।এসময় ৫ জন আহত হয়েছে। এব্যাপারে মামলা হয়েছে।

জানা গেছে, গাইবান্ধা শহরের মৃত নায়েব উদ্দিনের পুত্র মোঃ আইনুল হকের সঙ্গে পার্শ্ববর্তী এলাকায় মৃত রশিদ উদ্দিন মন্ডলের পুত্র মামুন লাবিব হাবিব জুয়েল মন্ডলের দীর্ঘদিন যাবৎ জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল। এক পর্যায়ে ১৬/০৬/২০২২ ইং তারিখে দুপুর অনুমানিক ২ টায় প্রতিপক্ষ মামুন, লাবু, ও জুয়েল মন্ডল অসহায় আইনুল হকে ক্রয়কৃত জোতকালিকা প্রসাদ চৌধুরী মৌজার জে এল নং ৯৮, সি এস খতিয়ান নং ৬১ আর এস খতিয়ান নং ৭৮,৩২৬ দাগে ৮৫ শতাংশ জমির মধ্যে ৬৮ শতাংশ জমিতে অনাধীকারভাবে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ সহ জীবন নাশের হুমকি ধামকি দিয়ে থাকে মারপিট করে। তারা ঘরবাড়ি ভেঙে দিয়ে জোরপূর্বক জমি দখল করে খাচ্ছে।

জমি গাড়ছে প্রতিপক্ষ তাঁদের ভাড়াটিয়া বাহিনী নিয়ে দেশীয় অস্ত্র সজ্জিত হয়েনির্মানধীন বসতবাড়ি ভাংচুর ব্যাপক লুটপাট করে প্রায় সাড়ে ৯ লাখ টাকার ক্ষতি সাধন করে এ সময় সন্ত্রাসীদের ব্যাপক মারপিট হোসনে আরা নাজমা রেজিয়া মৌসুমী গাইবান্ধা সদর থানা মামলা রয়েছে গাইবান্ধা জেলা জজ কোর্ট‌ আদালত মারপিট মামলা দায়ের হয়েছে। সি আর মামলা নং ৪৩৩/২২।  কলেজ পাড়া (মধ্য গোবিন্দপুর) থানা গাইবান্ধা সদর জেলা গাইবান্ধা এন আইডি ১৪৮২৪৪৩০২ ঘটনার তারিখ ১৬/০৬ /২০২২ ইং রোজ বৃহস্পতিবার সময় অনুমান ১:৩০টা ঘটনার স্হান : ফরিয়াদীর বসতবাড়ি সহ সাক্ষী জাহেদুল হক , নাজমা বেগম, আজিজান বেগম , আইনুল হক, লাকী বেগম, ও মনজু মিয়ার বসতবাড়ি আইনের ধারা ১৪৩/ ৩২৩/ ৩৫৪/ ৩২৫/ ৩০৭/ ৩৭৯/ ৪২৭/ ৪৪৭/ ৪৫১/ ৪৫২/৪৩৬ ৫০৬/১১৭/৩৪ ধারা।

আসামি মামুন মিয়া (৪৫),  মোঃ জুয়েল মিয়া (৫০), মোঃ হাবিব মিয়া (৫২), মোঃ লাবু মিয়া (৩৫), (সকলের পিতা -মৃত খোরশেদ আলম মন্ডল) ২ জজ মিয়া,  মোঃ বুলবুল মিয়া (৬৫), মোঃ রেজা মিয়া (৫৫), (উভয়ের পিতা মৃত মনছুর আলী ) মোঃ জাহাঙ্গীর মন্ডল (৪৩) ৮ মোঃ সোহাগ মিয়া (৩৫) (উভয়ের পিতা মোঃ রেজা মিয়া), মোঃ সোহেল মিয়া (৪০) (পিতা মোঃ বুলবুল মিয়া), মোঃ তোতা মিয়া (৬০), মোঃ মনজু মিয়া (৫০), (উভয়ের পিতা ডিপটী মিয়া) মোঃ তিতু মিয়া (৫০), মোঃ মিঠু মিয়া (৪৫) (উভয়ের পিতা -মৃত :আনা মিয়া),  মোছাঃ ঝরনা বেগম (৪০) (জং মৃত লিয়াকত হোসেন),  মোছাঃ লিয়া বেগম (৩২) (জং তারেক মিয়া) সর্ব সাং – কলেজ পাড়া মধ্য গোবিন্দপুর সর্ব থানা গাইবান্ধা সদর জেলা গাইবান্ধা সহ আরো অপরিচিত সন্ত্রাসী ৪০/৫০ জন।

আসামিরা অস্ত্র সজ্জিত হয়ে লাঠি দিয়ে মারপিট করে ঘরবাড়ি ভেঙে দেয় জোরপূর্বক জমি বেদখল করে খাচ্ছে জমি গাড়ছে আসামীগণ ২২ টি টিনশেড ঘর ভেঙে পূর্ব দুয়ারি ১ টি ঘর ২ টি ঘর ভেঙে ঘরের ভিতর ট্রাংকে থাকা ক্যাশ টাকা ৩০,০০০/টাকা কাপড় চোপড় ধান ২ মণ চাউল ১ মণ যাহার অনুমানিক মূল্য ৪হাজার টাকা সহ আসামীগন ক্ষতি ৭ লক্ষ টাকা ২,৫০,০০০ টাকা চুরি যাওয়া অর্থ সর্বমোট ১০লাখ ৩৭ হা: ৫শ’ টাকা সকল আসামিরা ক্ষতি করেছেন।

এব্যাপারে  প্রশাসক গাইবান্ধা, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্পীকার মাননীয় জনপ্রসাশনমন্তী মহামান্য রাষ্ট্রপতি মাননীয় আইনমন্ত্রী ভারপ্রাপ্ত কর্মকর্তা সদর থানা গাইবান্ধা, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী চেয়ারম্যান দূর্নীতি দমন দুদক সেগুনবাগিচা ঢাকা পুলিশ সুপার গাইবান্ধা সহকারী কমিশনার ভূমি গাইবান্ধা উপজেলা নির্বাহী অফিসার গাইবান্ধা সরকারের বিভিন্ন মন্ত্রণালয় লিখীত অভিযোগ দায়ের করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট