মোছাঃ শাহরিন সুলতানা সুমা............................................................
গাইবান্ধা নলডাঙ্গা খামার দশলিয়া সিনিয়র আলিম মাদ্রাসা ্একটি সুনামধন্য প্রতিষ্ঠান। এপ্রতিষ্ঠানটি সুনামের সাথে দীঘর্দিন থেকে শিক্ষা কাযর্ক্রম চালিয়ে আসছে। শত বাধার মুখেও মাদ্রাসাটি তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছার জন্য মাদ্রাসা কতৃর্পক্ষ কাজ করছে। কিন্তু বহুতল ভবন না থাকায় শিক্ষা কাযর্ক্রম অনেকটা স্থমিত হওয়ার পথে। শিক্ষাকে আরো বিকশিত করতে হলে শিক্ষা উপকরণের পাশাপাশি মনমুগ্ধকর ভবনও বিশেষ প্রয়োজন।
এশিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও এলাকাবাসির অনেক দিনের দাবি ফাজিল কোর্স চালু করণ দরকার।কতৃর্পক্ষ এবং এলাকার সচেতন মহল, সমাজসেবী, রাজনীতিবিদ এবং সবর্স্তরের মানুষ চায় আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু এ মাদ্রাসায় পাসের হার শতভাগ হলেও এবং ছাত্রছাত্রীর উপস্থিতি সন্তোষজনক হলেও না আছে বহুতল ভবন, না আছে বিজ্ঞান ভবন। এ বৃহৎ প্রতিষ্ঠানটির সংরক্ষণের জন্য নেই কোন সীমানা প্রাচীর। ফলে পাঠদান কাযর্ক্রম কিছুটা ব্যাহত হচ্ছে। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কতৃর্পক্ষ চরম উদাসীন।
অধ্যক্ষ মাওলানা মোঃ জয়নুল আবেদীন জানান, মাদ্রাসার সকল সমাধানে তিনি ডোর টু ডোর ছুটে বেড়াচ্ছেন। প্রভাষক মাওলানা ও সাংবাদিক মোঃ গোলাম মোস্তফা বলেন, ওয়াচ ব্লক নির্মাণ করার পশাপাশি এখানে আলিম পরীক্ষা কেন্দ্র স্থাপন করা প্রয়োজন।মাদ্রাসা সভাপতি টিটু জানান, ফাজিল ও ভোকেশনাল কোর্স চালু করার ব্যাপারে আবেদন করা হয়েছে। সরকার যদি অনুমোদন দেয় তাহলে মাদ্রাসাটি একটি আধুনিক মাদ্রাসা হিসেবে গড়ে উঠবে। এমনটি আশা করে এলাকাবাসিও।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর