মোছাঃ শাহরিন সুলতানা সুমা, গাইবান্ধা.................................................
গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার কন্চিবাড়ি এলাকায় কতিপয় ভুমি দস্যুদের অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে।নূরু, আব্দুর রহমান, বাদশা, আশাদুল, মাসুদ এর বিরুদ্ধে জমি দখলের বিস্তর অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, ভূমিদস্যুদের সীমাহীন অত্যাচারে জর্জরিত হয়ে মন্জু মিয়া কন্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ দায়ের করেছেন। ভূমিদস্যু নূরু পিতা লালু শেখ, আব্দুর রহমান, বাদশা মিয়া, আশরাফুল ইসলাম, আশাদুল ইসলাম, ও মাসুদ মিয়া সর্ব সাং পাঁচগাছি শান্তিরাম থানা সুন্দরগন্জ জেলা গাইবান্ধা। সুন্দরগঞ্জ মোজা শান্তিরাম জে এল নং ৫৫সি এস খতিয়ান নং ৩৯২ দাগ নং ৮৬২ ও ৮৬৮ মোট জমির পরিমাণ ১৬৪ শতাংশ তার মধ্যে ৪২ শতক জমি নালিশি বটে মন্জু মিয়ার নিজ জমিতে ভূমিদস্যুগণ জোরপূর্বক ২ টিঘর তুলে রেখেছে জমি আবাদ করতে পারছেনা। মনজু মিয়াকে অভিযুক্তকারীরা হুঁমকি ধামকি, হত্যা করে লাশ গুম করে ফেলার ভয়ভীতি প্রদর্শন করছে। অসহায় মন্জু মিয়ার ঘর বাড়ি ভেঙে দিয়ে অভিযুক্ত ভূমিদস্যুরা জোরর্পর্বক জমি আবাদ করছে।
মন্জু মিয়া ও এলাকাবাসি এসব অন্যায়ের প্রতিকার চায়। তারা পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছে।এরপরও যদি তাদের ভূমিদস্যুতা বন্ধ না হয় তবে এলাকাবাসি গণপ্রতিরোধ আন্দোলন গড়ে তুলবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর