মো. শাহাদত হোসেন খোকন/ শাহরিন সুলতানা সুমা:বহু দেনদরবার ও বিভিন্ন প্ত্রিকায় লেখালেখির পর অবশেষে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এর বিদ্যুৎ বিভাগ সমন্বয় শাখা-৩ অনুধাবন করেছে যে জনগণের সুবিধার্তে গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা পল্লী বিদ্যুৎ সমিতি জোনাল অফিস স্থাপন করা দরকার। এরই প্রেক্ষিতে মন্ত্রণালয় নলডাঙ্গায় রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর এরিয়া বিলিং অফিস স্থাপন ও জোনাল আফিসের নীতিগতভাবে উদ্বোধনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
মন্ত্রণালয়ের স্মারক নং ২৭.০০.০০০০. ০০০. ০৫৩. ২৭.০০০১. ২৫. ২৫৪ তারিখ: ২১ আগষ্ট/২০২৫ইং প্রেরিত এক পত্রে উল্লেখ করে যে, দৈনিক সবুজনগর প্ত্রিকার স্টাফ রিপোর্টার মো. শাহাদত হোসেন খোকন ও জেলা প্রতিনিধি মোছা: শাহরিন সুলতানা সুমা’র আবেদনের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। মো: কবির উদ্দিন হাওলাদার, সহকারী সচিব স্বাক্ষরিত চিঠির অনুলিপি সংশ্লিষ্ট মন্ত্রালয় ও কার্যালয়ে প্রেরণ করা হয়েছে।
উক্ত সিদ্ধান্ত ও নির্দেশ অনুযায়ী পল্লী বিদ্যুৎ এর জোনাল অফিস স্থাপন ও উদ্বোধনের কাজ শিগগরীই শুরু হবে। এতে করে সাদুল্লাপুর ও নলডাঙ্গা এলাকার জনসাধারণের বড় ধরণের উপকার হলো। সে সাথে তাদের দীর্ঘ দিনের প্রত্যাশা ও পূরণ হলো। এজন্য এলাকাবাসি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অভিনন্দন জানিয়েছে এরকম একটি মহৎ উদ্যোগ গ্রহণ করার জন্য।#