গাইবান্ধা থেকে মোছাঃ শাহরিন সুলতানা সুমা / মোঃ শাহাদৎ হোসেন খোকন.............
গাইবান্ধা সুন্দরগঞ্জের ৬নং সর্বানন্দ ইউনিয়নের তালুক সর্বানন্দ গ্রামের মৃত আব্দুস সালাম এর পুত্র হতদরিদ্র ফজল হক জীবণ জীবিকার জন্য ছুটে বেড়াচ্ছেন মানুষের দ্বারে দ্বারে। স্ত্রী, ৫জন ছেলে-মেয়ে নিয়ে বেঁচে থাকার জন্য কিনা করছেন।বয়সের ভারে নুইয়ে পড়েছেন তারপরও তার বেঁচে থাকার সংগ্রাম থামেনি।তিনি আর চলতে পারছেন না।তিনি সুস্থভাবে বাঁচতে চান, আর তার বাঁচিয়ে রাখার দায়িত্ব স্বাধীন দেশের জনগণের।
ফজল হক সরকারি সাহায্যের জন্য ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও সমাজসেবা দপ্তরে একটি বয়স্ক ভাতার কার্ডের জন্য আকুতি করে ফিরছেন, কিন্তু তার আবেদন কেউ গ্রাহ্য করছেন না, তার অসহায়ত্বের কথা কেউ ভাবছে না। শুধু আশায় আশায় দমিয়ে রেখেছে তার চাওয়া-পাওয়া। †gvt dRj nKকে তেমন কেউ না চিনলেও তিনি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার সর্বানন্দ ইউনিয়নের স্থায়ী বাসিন্দা।
স্থানীয়রা মনে করেন এরকম একজন অসহায় ব্যক্তির সাহায্যের জন্য ইউনিয়নের চেয়াম্যানই যথেষ্ট, কেননা বয়স্ক ভাতার কার্ড তারমাধ্যমেই হয়ে থাকে।এলাকাবাসি মনে করেন, তালুক সর্বানন্দন ইউনিয়নের চেয়ার ফজল হকের দু:খ কষ্টে কথা বিবেচনা করে তিনি যেন একটি কার্ড পেতে পারেন তার ব্যবস্থা করবেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর