দিনাজপুর শিক্ষা বোর্ডের প্রতিকৃতি
# মোঃ শাহাদৎ হোসেন খোকন ও শাহরিন সুলতানা সুমা গাইবান্ধা থকে....................
গাইবান্ধার সুন্দরগঞ্জের সর্বানন্দ বালিকা বিদ্যালয়রে প্রধান শক্ষিক মোঃ আঃ মান্নান মিয়ার বরিুদ্ধে ১১ লক্ষ টাকা উৎকোচ নিয়ে অফিস সহায়ক পদে নুর মোহাম্মদ কে নিয়োগ দয়ো হয়ছেে বলে অভিযোগ পাওয়া গছে।
জেলা প্রশাসক গাইবান্ধা বরাবরে পাঠানো লিখিত অভিযোগে জানা গছে,ে গত ০৭/০৫/২০২১ ইং তারিখে ৩ লক্ষ টাকা, ০১/০৬/২০২১ ইং তারিখে ২ লক্ষ টাকা, ১৫/০৬/২০২১ ইং তারিখে ১ লক্ষ টাকা ও ২১/০৭/২০২১ ইং তারিখে ৯০ হাজার টাকা প্রদান কর।ে তনিি কয়কে ধাপে মোট ৬ লক্ষ ৯০ হাজার টাকা নয়িছেনে অত্র প্রতিষ্ঠানের অফিস সহায়ক পদে একই এলাকার মোঃ হাফিজার রহমান এর পুত্র মোঃ আমিনুল ইসলাম এর কাছ থকে।ে কন্তিু তাকে নয়িোগ না দয়িে অতিগোপনে ১১ লক্ষ টাকা নিয়ে নুর মোহাম্মদ কে নিয়োগ দেন।
প্রধান শিক্ষক মোঃ আঃ মান্নান ও সভাপতি মোছাঃ আনজুমান আরা বেগমের স্বামী মোঃ আবু তাহের মিয়া সহ অফিসের দালাল গং সহ প্রতারনা করে ৩০০ টাকা স্টাম্পে সহি স্বাক্ষর করে দেন যাতে করে তারা কোন ঝামলো করতে না পার।েহাবিজার রহমান টাকা ফেরৎ চাহিলে প্রধান শিক্ষক ও সভাপতি উক্ত টাকা ফেরত দতিে অস্বীকৃতি জানান। প্রধান শক্ষিক উৎকোচ নয়িে চাকুরী দয়োর বষিয়টি অস্বীকার করনে।
এলাকাবাসি উক্ত অনয়িমরে সুষ্ঠু তদন্ত দাবি করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানায়।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর