সাংবাদিক শাহরিন সুলতানা সুমা। ফাইল থেকে নেয়া ছবি
শাহরিন সুলতানা সুমা: সাংবাদিক মোছাঃ শাহরিন সুলতানা সুমার মারামারি মামলা তুলে নেওয়ার হুমকি দিয়েছে কথিত মামলার আসামীরা। এব্যাপারে ভুক্তভোগী গাইবান্ধার সুন্দরগঞ্জ আমলী আদালতে মামলা নিরাপত্তা চেয়ে মামলা করেছে।
মোছাঃ শাহরিন সুলতানা সুমা দৈনিক সবুজ নগর পত্রিকা জেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘ দিন থেকে নিষ্ঠার ও সততার সাথে কাজ করে আসছেন। তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করায় ক্ষিপ্ত হয়ে শাকিব, শাহিন ও শাকিব তাকে পরিকল্পিতভাবে লাঞ্ছিত ও শরিরীক নির্যাতন করে। এ বিষয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জ আদালতে একটি মামলা চলমান রয়েছে। আসামীরা সবাই সন্ত্রাসী।
বাদী উল্লেখ করেন গত ২০/০১/২০২৫ ইং তার নিকটতম আত্মীয়ার বাড়ি বেড়াতে যাওয়ার সময় প্রায় সন্ধ্যা নাগাদ রাস্তা গতিরোধ করে একা পেয়ে আপহরণ করার চেষ্টা করে।তবে স্থানীয় লোকজনের সহায়তায় কোন মতে বেঁচে যান। সাংবাদিক সুমা চরম নিরাপত্তায় ভুগছেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর