ক্যাপশন: রাস্তার প্রতীকী ছবি
শাহরিন সুলতানা সুমা, গাইবান্ধা………………………………………………….
সুন্দরগঞ্জ তালুক সর্বানন্দ ইউনিয়নের ৫ নং ওয়ার্ড ইউনিয়ন ভূমিদস্যু মোঃ পিতা আব্দুস ছালাম গ্রাম তালুক সর্বানন্দ, সর্বানন্দ, ইউনিয়ন থানা সুন্দরগঞ্জ জেলা গাইবান্ধার বিরুদ্ধে সরকারি রাস্তার মাটি কেটে পথ চলাচলে বি্ঘ্ন সৃষ্টি করছে। গর্ করে সাধারণ মানুষের পথ চলাচলে বাধা ও যানবাহন চলাচলে অসুবিধা হচ্ছে।
স্থানীয়রা তাকে বাব বার বারন করা সত্ত্বেও মহিরউদ্দিন কণর্পাত করছে না। গর্ করে মাটি উত্তোলন করে বাড়ির আঙ্গিনা ভরাট করছে।
এব্যাপারে মহির উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি মাটি কাটার কথা অস্বীকার করেছেন।
এব্যাপারে স্থানীয়রা জেলা প্রশাসক গাইবান্ধা, অতিরিক্ত জেলা প্রশাসক গাইবান্ধা গোপনীয় শাখা, বিভাগীয় কমিশনার রংপুর বিভাগ রংপুর , সহকারী কমিশনার ভূমি সুন্দরগন্জ, উপজেলা নির্বাহী অফিসার সুন্দরগন্জ, , ভারপ্রাপ্ত কর্মকর্তা সুন্দরগন্জ থানা, অভিযোগ করেছে।
এলাকাবাসি রাস্তাটি রক্ষা এবং পথচারী ও যানবাহন চলাচলে যাতে কোন অসুবিধা সৃষ্টি না হয় সে জন্য জেলা ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।#