ক্যাপশন: নির্মাণাধীন রাস্তার প্রতীকী ছবি
শাহাদত হোসেন খোকন/শাহরিন সুলতানা সুমা, গাইবান্ধা ব্যুরো থেকে:
গাইবান্ধার সুন্দরগঞ্জে ঠিকাদার সাগিরের বিরুদ্ধে রাস্তার কাজে দূর্নীতি অনিয়মের ব্যাপক অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ রয়েছে, সুন্দরগন্জ ধর্মপুর বোয়ালি বরুয়াহাট আদর্শ বাজার সংযোগ সড়ক নির্মাণে পিচ কোনো রকম দিয়ে ৩ নম্বর ইটের খুয়া দিয়ে কাজ শেষ করে। নির্মাণে কোন প্রকারের নিয়মনীতি পালন করা হয়নি। কাজটি দেখাশোর দায়িত্বে থাকা প্রকৌশলী বা সুন্দরগঞ্জ উপজেলা প্রকৌশলীকে কাজের সাইডে কখনও দেখা যায়নি। ঠিকাদার উপজেলা এলজিইডি অফিসকে ম্যানেজ করে ইচ্ছেমত কাজ করেছে। তবে কেন সুন্দরগঞ্জ এলজিইডি অফিস গড্ডালিকায় গা ভাসিয়ে ঠিকাদারকে অধিক মুনাফার সুযোগ করে দিয়েছে তা খতিয়ে দেখা দরকার বলে এলাকার সচেত ব্যাক্তিরা মনে করেন।
এতে এলাকাবাসি চরম ক্ষুদ্ধ বলে জানিয়েছে অনেকে। এরকম অনিয়ম দূর্নীতি মেনে নেয়া যায়না বলে এলাকার অনেকে এ প্রতিনিধিকে জানিয়েছে।
এলাকাবাসি গাইবান্ধা জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করেছে। সে সাথে অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছে এলাকার অভিজ্ঞ মহল।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর