# শাহদাত হোসেন খোকন, গাইবান্ধা প্রতিনিধি……………………………………..
গাইবান্ধার নলডাঙ্গা রেলষ্টেশন প্লাটর্ম উঁচুকরণে ১ কোটি ৮ লক্ষ টাকা বরাদদ করা হয়। কিন্তু সিডিউল মোতাবেক কাজ না করে নয় ছয় করে শেষ করে ব্যাপক অনিয়মের আশ্রয়ন নিয়েছে সংশ্লিষ্ট ঠিকাদার।
অভিযোগে জানাগেছে, প্লাটফর্ম সংস্কার এবং বার্ধিত করণে নিয়ম মোতাবেক করা হয়নি। সিডিউল মোতাবেক প্লাটফর্ম ১ হাজার ফিট দৈর্ঘ্য করার কথা থাকলেও ১৫০ ফুট কমিয়ে ৮৫০ ফুট, প্রস্হ ১৬ ফুট করার কথা থাকলেও ১৪ ফুট করা হয়েছে। ব্যাপক অনিয়মের আশ্রয় নিয়ে সরকারের মোটা অংকের টাকা লুটপাট করা হয়েছে।
স্বল্প দৈর্ঘ্য ৈএবং প্রস্থ হওয়ায় যে পরিমাণ যাত্রী এ স্টেশনে ঊঠানামা করে তাতে চরম বাধার সৃষ্টি করছে। যাত্রীরা স্বাভাবিকভাবে স্টেশনে ঘুরাফেরা করতে হিমসিম খাচ্ছে।ঠিকাদার কিভাবে নিয়ম বিধি মোতাবেক কাজ না করে নিজের ইচ্ছে মত কার ইশারায় কাজ করছে তা খতিয়ে দেখা দরকার।
এব্যাপারে ঠিকাদারী প্রতিষ্ঠান জাকাউল্লাহ এন্ড ব্রাদার্স লিমিটেড চুয়াডাঙ্গা এর কর্তৃপক্ষের সাথে কথা বলার চেস্টা করেও তাদের কাউকে পাওয়া যায়নি।
অনিয়ম বন্ধে স্থানীয়রা পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছে।#