প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩১, ২০২৫, ৮:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২০, ২০২৪, ১:২৫ পি.এম
গাইবান্ধার নলডাঙ্গায় সাংবাদিক সুমা লাঞ্ছিত ঘটনায় ২ সন্ত্রাসী গ্রেফতার, পলাতক ২

শাহরিন সুলতানা সুমা,গাইবান্ধা: গাইবান্ধার নলডাঙ্গায় সাং বাদিক লাঞ্ছিত ঘটনার মূল আসামীদের পুলিশ বৃহস্পতিবার রাত ২টার সময় আসামীদের বাড়ি থেকে গ্রেফতার করেছে। অপর ২জন মহিলা আসামীকে রহস্যজনকভাবে ছেড়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গাইবান্ধার নলডাঙ্গায় সন্ত্রাসী কায়দায় হামলার শিকার সন্ত্রাসী কায়দায় কর্তৃক গাইবান্ধা সদর থানা ধীন লক্ষীপুর তেঁতুল তলা রুহুল আমিনের বাড়িতে শাকিব মিয়া নিউজ করার কথা বলে ডেকে নিয়ে গিয়ে লাঞ্ছিত ও বেদম মারপিট করে শাকিব মিয়া লোহার রড দিয়ে সুমার মাথায় আঘাত করে গুরুতর জখম করে ও শরীরের বিভিন্ন জায়গায় জঘম করে । শাহিন মিয়া অসৎ উদ্দেশ্যে ওড়না টানিয়া শ্লীলতাহানি ঘটায়, এবং যুবরাজের হুকুমে ৪ ও ৩ নং আসামি বিবাদী শাহিনুর বাদীর গলা থেকে ১ ভরি স্বর্ণের চেইন কেড়ে নেয়। উক্ত মামলার পলাতক আসামী শাকিব ও শাহিনকে পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে গ্রেফতার করেছে।
এলাকাবাসি ও ভূক্তভোগীর অভিযোগ পুলিশ ওয়ারেন্টভূক্ত ২জনকে গ্রেফতার করলেও অপর ২ মহিলা আসামীকে পুলিশ রহস্যজনকভাবে মোটা অংকের বিনিময়ে তাদের হাতের কাছে পেয়েও না ধরে পালাতে সহযোগিতা করে।
এব্যাপারে ভূক্তভোগী সাংবাদিক সুমা ও তার অভিভাবক গাইবান্ধা পুলিশ সুপার ও ডিআইজ রংপুরকে মোবাইলে মৌখিক অভিযোগ করেন। তারা বিষয়টি তলিয়ে দেখবেন বলে জানান।
উল্লেখ্য, সাংবাদিক মোছাঃ শাহরিন সুলতানা সুমা দৈনিক প্রতিদিন খবর জেটিভি 24 ষ্টাফ রিপোর্টার আলোর ছোঁয়া মানব কল্যাণ সোসাইটির গাইবান্ধা জেলা কমিটির মহিলা সম্পাদিকা ।শাকিব ও শাহিন দীর্ঘ দিন পুলিশের নজর এড়িয়ে চলাফেরা করতো। অপরাধীিরা এলাকার সন্ত্রাসী ও বহু অপরাধ জগতের সাথে জড়িত।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর