গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন সুরবানী সংসদের ৬৩তম বছরে পর্দাপন উপলক্ষে শনিবার বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, সম্মাননা প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান। জাতীয় পতাকা উত্তোলন করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক মাধুকরের সম্পাদক কেএম রেজাউল হক। বৃষ্টি উপেক্ষা করে শোভাযাত্রাটি সংগঠন কার্যালয় চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।
সুরবানী সংসদের সভাপতি অমিতাভ দাশ হিমুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি কেএম রেজাউল হক, জেলা বার অ্যাসোসিয়েশনের আহবায়ক অ্যাড. সেকেন্দার আযম আনাম, সংগঠনের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বাবু, সদস্য কামরুজ্জামান চান, তোফাজ্জল হোসেন প্রমুখ। পরে সংগঠনের শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
উল্লেখ্য, গাইবান্ধার প্রাচীনতম সাংস্কৃতিক সংগঠন সুরবানী সংসদ ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত হয়। মূলত: লোকজ ও সংস্কৃতি চর্চায় সংগঠনটি এই দীর্ঘ সময় ধরে সুনামের সাথে কাজ করে আসছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর