গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সচেতন নাগরিক কমিটি সনাক গাইবান্ধার সহযোগিতা ও গাইবান্ধা জেলা প্রশাসন ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি গাইবান্ধার আয়োজনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৩০ ডিসেম্বর সোমবার এসকেএস ইন হল রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিআরটিএ গাইবান্ধা সহকারী পরিচালক রবিউল ইসলাম।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো: আলী আসলাম হোসেন।
বিশিষ্ট শিক্ষাবিদ ও সনাক গাইবান্ধা এর সদস্য অধ্যাপক মাজহারুল মান্নান,অধ্যাপক জহুরুল কাইয়ুম,সনাক গাইবান্ধার সভাপতি আফরোজা বেগম লুপুছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কৃন্দ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিআরটিএর মোটরযান পরিদর্শক কামাল আহমেদ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর