মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি: গেল কয়েক দিনের টানা বৃষ্টির পর প্রচন্ড তাপদাহ দেখা দিয়েছে রাজশাহী বিভাগের সকল জেলায়।সকাল থেকে দুপুর আর দুপুর গড়িয়ে বেলা অস্ত যাওয়া পর্যন্ত সুর্যের প্রচণ্ড তাপে অতিষ্ঠ হয়ে উঠেছে এখানকার মানুষের জনজীবন।এ যেন মরার উপর খড়ার ঘাঁ।এক মিনিটেরো জন্য যেন রেস নেই এ তাপদাহের।
শিবরামপুর গ্রামের সোহাগ খান জানান, অন্যান্য বছরের তুলনায় এ বছর বেজায় গরম।গরমের মাত্রা এতটায় বেড়েছে যে গাছের পাতাও নড়তে চরতে দেখা যায় না।বিরামহীনভাবেই তাপমাত্রা বয়ে চলছে। মিজান বলেন অতিরিক্ত গরম হওয়ায় কাজে গিয়েও শান্তি পাই না।
এদিকে বাবু আলী জানান,আমি ঢাকায় রডের কাজ করি। ঈদের ছুটিতে বাড়িতে এসেছি।দুই এক দিনের মধ্য ঢাকায় চলে যাব। তবে যেভাবে রোদ আর তাপমাত্রা বাড়ছে রডের কাজ করাও মুশকিল হয়ে যাবে।
তানোর উপজেলার বেশ কয়েকটি পল্লী চিকিৎসকদের সাথে কথা হলে তারাও জানান, গরম মাত্রাতিরিক্ত পড়ায় ও সেই সাথে ঈদের খারার বেশি বেশি করে খাওয়ায় পাতলা পায়খানা রুগীর সংখ্যা বেড়েছে। তবে শিশু বাচ্চারাও রয়েছে বিপাকে বমি সহ ডায়েরিয়ায় আক্রান্ত হচ্ছে তারা।
এদিকে শিবরামপুর গ্রামের ফুলচান দোকানদার বলেন, অতিরিক্ত গরমের কারণে আমার দোকানের কোমল পানীয় বিক্রি বেড়ে গেছে। সবাই এসে ফ্রিজ এর ঠান্ডা পানি চাচ্ছে।
ডাক্তারদের আহব্বান, এই গরমে শরীর থেকে যেভাবে পানির সাথে লবন বেড়িয়ে যাচ্ছে তাই প্রচুর পরিমানে পানি পান করতে হবে ও সেই সাথে খাবার স্যালাইন খেতে হবে। এতে করে শরীরে লবনের ঘাটতি পুরণ হবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর