আব্দুল বাতেন, শিবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর আওতাধীন কৃষ্ণচন্দ্রপুর কৃষক সমবায় সমিতির খেলাপি সদস্যদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলা পল্লী উন্নয়ন অফিসার জনাব শাহিন আকতার খেলাপি সদস্যদের দ্রুত বকেয়া পরিশোধের জন্য জোর আহ্বান জানান।
তিনি বলেন, “সমবায়ের অগ্রগতি নির্ভর করে সদস্যদের সততা ও দায়বদ্ধতার উপর। সময়মতো ঋণ পরিশোধ না করলে অন্যদের সুযোগ ব্যাহত হয়।”
এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ ইউসিসিএ লিমিটেডের সভাপতি সাব্বির আহম্মেদ, পরিদর্শক আল আমিন, এবং সদাবিক প্রকল্পের মাঠ-সহকারী মোঃ নাসিরুদ্দীন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, খেলাপি ঋণ পরিশোধের মাধ্যমে সমবায়ের আর্থিক স্থিতিশীলতা ও সদস্যদের আস্থা পুনরুদ্ধার সম্ভব। তারা সবাইকে সমবায়ের উন্নয়ন কর্মকাণ্ডে অংশ নিতে এবং নিয়মিত কিস্তি পরিশোধে উৎসাহিত হওয়ার আহ্বান জানান।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর