মোহাঃ আশরাফুল ইসলাম, খুলনা সদর প্রতিনিধিঃ খুলনা-১ (দাকোপ -বটিয়াঘাটা) আসনে মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ে ইসলামী আন্দেলন বাংলাদেশ এর মনোনীত প্রার্থী জেলা ইসলামী আন্দেলনের সহ সভাপতি আলহাজ্ব মাওলানা মোহাঃ আবু সাঈদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং অফিসার। বৃহস্পতিবার (১জানুয়ারি) দুপুরে রিটার্নিং অফিসার কার্যালয়ে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
মাওলানা আবু সাঈদ এই খুলনা ১ আসন থেকে বিগত দিনে দুইবার নির্বাচন করেছেন। এই আসনে ইসলামী আন্দেলনের কার্যক্রম এবং অন্যান্য ইসলামী দল থেকে অনেকটাই শক্তিশালী। তিনি একজন ইসলামী আলোচক,এই আসনে তার প্রতিষ্ঠিত দুইটি মাদরাসা রয়েছে।
তাছাড়া তিনি একজন মসজিদের প্রসিদ্ধ ইমাম ও এই আসনে ইসলামী আন্দেলন ও জামায়াত সহ সমমানা দলগুলো জোট বদ্ধ নির্বাচন করলে ভালো অবস্থানে থাকবেন তিনি। কারণ এ আসনে জামায়তের মনোনীত প্রার্থী হিন্দু এবং তার বসবাস অন্য আসনে অন্য দিকে এই আসনে জামায়াতের প্রার্থীর বাহিরেও একাধিক হিন্দু প্রার্থী রয়েছে যা ভোট ব্যাংককে বিভক্ত করবে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর