প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৫, ২০২৫, ৯:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২১, ২০২২, ১:৪৬ পি.এম
খুলনা রুপসায় মীম নামে এক যুবতীর অর্ধ গলিত লাশ উর্ধার, প্রেমিকসহ দু’ যুবক আটক

# উৎপল ঘোষ (ক্রাইম রিপোর্টার) খুলনা........................................
খুলনার রূপসায় মীম(১৩) নামে এক যুবতীর অর্ধগলিত লাশ উদ্বার করেছে পুলিশ।সে ঘাটভোগ ইউনিয়নের পিঠাভোগ গ্রামের গোয়াল বাড়ি চর আশ্রয়ন কেন্দ্রের বাসিন্দা মন্টু ফকির এর মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, হোসেন নামে এক যুবকের সাথে মীমের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল।প্রেমের সম্পর্কের জের ধরে গত ১৫দিন আগে তারা বাড়ি থেকে পালিয়ে চলে যায়।পরবর্তীতে পরিবারের সদস্যরা মীমকে বাড়িতে ফিরিয়ে আনে। গত শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে মীম বের হয়ে আর ফিরে আসেনি।পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় তাকে খোঁজাখুঁজি করে কোথাও পাওয়া যায় না। সোমবার(২০ জুন) সন্ধ্যায় পান বরজের লাশ দেখে স্থানীয় লোকজন ও থানা পুলিশকে সংবাদ দেয়।
থানা পুলিশের অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।থানা পুলিশ এ ঘটনার অভিযোগে হোসেন ও রবিউল নামে ২ যুবককে আটক করে।ধোপাখোলা গ্রামের সুজন এর বরজ এর পাশ থেকে লাশ উদ্ধার করা হয়। রবিউল নামে এক যুবক মীমকে তার বাড়ি থেকে বের করে হোসেনের কাছে এনে দেবার কথা বলে। যা হোসেন জানায়।রবিউল গোয়ালবাড়ির চর এলাকার দ্বীন মোহাম্মাদ এর ছেলে। সে আলাইপুর খাদ্য গুদামের লেবার এর কাজ করে।
থানা পুলিশের অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন জানান, অর্ধ গলিত অবস্থায় মিম নামে এক যুবতীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।ধারনা করা হচ্ছে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হতে পারে। এবং ময়নাতদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত বলা যাবে না তার সাথে শারীরিক নির্যাতন করা হয়েছে কি না।#
সান/০২
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর