# মোঃ শেখ শহীদুল্লাহ্ আল আজাদ. খুলনা থেকে.......................
খুলনা বিশ্ববিদ্যালয়ের পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের পেশাগত বৈষম্য দূরীকরণ ও কর্মকর্তা নিয়োগ, পদোন্নতি ও পদোন্নয়ন সংক্রান্ত অভিন্ন নীতিমালায় ১২ দফা অন্তর্ভুক্ত করার দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের উদ্যোগে মানববন্ধন করা হয়েছে। এ দিকে আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন কর্তৃক ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধনটি আজ ১৯ শে জুন রবিবার বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে বেলা ১১টায় শুরু হয়।
ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে সভাপতিত্ব করেন অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি উপ-প্রধান প্রকৌশলী (বিদ্যুৎ) এস এম মনিরুজ্জামান (পলাশ)। খুলনা বিশ্ববিদ্যালয়ের অফিসার্স কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক উপ-রেজিস্ট্রার দীপক চন্দ্র মন্ডলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন পরিষদের সাবেক সভাপতি অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) শেখ মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক উপ-রেজিস্ট্রার মো. তারিকুজ্জামান, উপ-রেজিস্ট্রার জিএম লুৎফর রহমান, হাওলাদার আলমগীর হাদি, শেখ আরিফ নেওয়াজ, সহকারী রেজিস্ট্রার অলোকা রানী দাস, মো. রফিকুল ইসলাম (বাবু), মো. মিজানুর রহমান, মিয়া মুহাম্মদ সালাউদ্দিন, সহকারী পরিচালক বিমান সাহা ও সেকশন অফিসার মোস্তফা আল মামুন প্রবাল।
এ মানববন্ধনে অফিসার্স কল্যাণ পরিষদের নির্বাহী কমিটির সদস্যসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্তরের কর্মরত অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত মানববন্ধনে বক্তারা বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন কর্তৃক বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন বরাবর প্রেরিত ১২ দফা দাবি বাস্তবায়নের জোর দাবি জানান।#
সান /২০
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর