1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৪:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
কবিতা……….. বেগম জিয়া সবার কাছে গ্রহণযোগ্য নেত্রী: রাজশাহীতে দোয়া মাহফিলে মিনু কালীগঞ্জে তিন দফা দাবি বাস্তবায়নে শিক্ষকদের প্রতিবাদ সভা ও স্মারকলিপি কর্মসূচি পালন শ্যামনগরে প্রতিবন্ধিতা উত্তরণ মেলা সমাপনী ও সম্মাননা ক্রেষ্ট বিতরণ নজিপুর বাসস্ট্যান্ড বণিক কমিটির নির্বাচনে সভাপতি আনোয়ার সম্পাদক মোস্তফা বাঘায় গ্রাম্য শালিসে জমি নিয়ে ষাট বছরের বিরোধ নিষ্পত্তি শ্যামনগরে ক্ষতিকর কীটনাশক ব্যবহার হ্রাসের দাবিতে মানববন্ধন নওগাঁর লেপ-তোষক কারিগররা শীতের আগমনে ব্যস্ত পার করছে ধোবাউড়ায় পরিত্যক্ত ভারতীয় মদ উদ্ধার করল পুলিশ নওগাঁয় ডিবির অভিযানে একশ’ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার

খুলনা বিশ্ববিদ্যালয়ের সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের পরিচিতি সভা অনুষ্ঠিত ‎

  • প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ ‎শহিদুল্লাহ্ আল আজাদ. স্টাফ রিপোর্টারঃ ‎ ‎খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনে সদ্য নিয়োগপ্রাপ্ত প্রভাষকদের সাথে উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম এর পরিচিতি সভা ১২ অক্টোবর রবিবার বেলা ১১টায় প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

নবাগত শিক্ষকদের স্বাগত জানিয়ে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন শিক্ষকবৃন্দ। তাই জাতির প্রত্যাশা পূরণে শিক্ষক হিসেবে সৎ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল হতে হবে। শিক্ষার্থীদের প্রতি দায়িত্বশীল আচরণ, একাডেমিক শৃঙ্খলা এবং ইতিবাচক পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা রাখতে হবে। তিনি আরও বলেন, শিক্ষাদানের পাশাপাশি গবেষণার ক্ষেত্রেও আত্মনিয়োগ করা অত্যন্ত জরুরি। গবেষণার আউটকাম আন্তর্জাতিক মানের জার্নালে প্রকাশের মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয়কে বৈশ্বিক পরিমণ্ডলে দৃশ্যমান করতে হবে।

নিয়োগপ্রক্রিয়া সম্পর্কে উপাচার্য বলেন, অত্যন্ত স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতেই শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তদের বেশিরভাগই এ বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই; তারা এখানকার শিক্ষা ও গবেষণার পরিবেশ সম্পর্কে গভীরভাবে অবগত। শিক্ষার্থী হিসেবে আলো ছড়ানোর পর এখন শিক্ষক হিসেবে তারা বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

সভায় উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান বলেন, যোগ্য শিক্ষক ছাড়া কোনো জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। শিক্ষার্থীদের কাছে শিক্ষকই আদর্শ- তাই আমাদের তরুণ শিক্ষকদের বিশ্বমানের শিক্ষক হিসেবে গড়ে তুলতে হবে, যাতে তারা ভবিষ্যতের প্রজন্মের রোল মডেল হতে পারেন।

সভায় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, আইন স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর শেখ মাহমুদুল হাসান, ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন প্রফেসর ড. রুমানা হক, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, খানবাহাদুর আহছানউল্লা হলের প্রভোস্ট প্রফেসর শরিফ মোহাম্মদ খান, খানজাহান আলী হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ খসরুল আলম, বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ সফিকুল ইসলাম, অপরাজিতা হলের প্রভোস্ট প্রফেসর ড. আরিফা শারমিন এবং বিজয়’২৪ হলের প্রভোস্ট প্রফেসর ড. সাঈদা রেহানা।

‎নবীন শিক্ষকদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের প্রভাষক মোঃ মতিউর রহমান এবং আইন ডিসিপ্লিনের প্রভাষক মুমতাহিনা ফেরদৌসি। অনুষ্ঠানের শেষে নবাগত শিক্ষকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট