শহিদুল্লাহ্ আল আজাদ. স্টাফ রিপোর্টারঃ খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রিন্টমেকিং ডিসিপ্লিনের ২৪ ও ২৫ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ ২৮ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০.৩০ মিনিটে চারুকলা স্কুলের আঙিনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চারুকলা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম। প্রিন্টমেকিং ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত ও রিসার্চ এন্ড ইনোভেশন সেন্টারের পরিচালক প্রফেসর ড. মাহবুব হোসেন।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিন প্রধান ড. মোঃ তরিকত ইসলাম ও ভাস্কর্য ডিসিপ্লিন প্রধান শান্তনু মণ্ডল। স্বাগত বক্তব্য রাখেন প্রিন্টমেকিং ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক পলাশ বরণ বিশ্বাস।
অনুষ্ঠানে নবীনদের উদ্দেশ্যে অতিথিরা বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের এ নতুন যাত্রা সৃজনশীলতা ও মেধা বিকাশের এক সুবর্ণ সুযোগ। প্রিন্টমেকিংসহ চারুকলার বিভিন্ন শাখায় নিষ্ঠা, কঠোর অধ্যবসায় ও নিয়মিত চর্চার মাধ্যমে উৎকর্ষ অর্জন সম্ভব। তাঁরা নবীন শিক্ষার্থীদের সততা, মানবিক মূল্যবোধ ও দায়িত্বশীল নাগরিক হয়ে গড়ে ওঠার আহ্বান জানান। একইসঙ্গে শিল্প-সংস্কৃতির চর্চার মধ্য দিয়ে দেশ ও সমাজকে এগিয়ে নিতে অবদান রাখার প্রতি উৎসাহিত করেন অতিথিবৃন্দ।
শিক্ষার্থীদের মধ্য থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন শাফিন ইমতিয়াজ শিহাব, আবু ইছা সিয়াম, জারিন প্রভা, সৈয়দা নুসাইবা সুলতানা, চৌধুরী সায়মা ফারিহা রীতি। নবীন শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন অংকিতা সিংহ রায় ও আফিয়া মাসুমা জেবা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মুহতারিমা তাবাস্সুম ও তাহসিন তাসফি নিধি। অনুষ্ঠানের শুরুতে দুটি ব্যাচের নবীন শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এছাড়া সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে চারুকলা স্কুলভুক্ত বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক, প্রিন্টমেকিং ডিসিপ্লিনের শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।#