শহিদুল্লাহ্ আল আজাদ. খুলনা ব্যুরো: খুলনা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক এর সভাপতিত্বে ‘জুলাই গণঅভ্যুত্থান গণমাধ্যম ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ৩০ আগস্ট শনিবার দুপুরে প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “জুলাই গণঅভ্যুত্থান কেবল ছাত্র আন্দোলন ছিল না, এটি গণমাধ্যমের নিরবচ্ছিন্ন প্রচার ও জনগণের সক্রিয় সমর্থনের কারণে গণঅভ্যুত্থানে রূপ নেয়। আমাদের অবশ্যই এই আন্দোলনের আদর্শ ধারণ করতে হবে এবং গণমাধ্যমকে স্বাধীন ও দায়িত্বশীল রাখতে হবে। সত্যের সঙ্গে সম্পৃক্ত থাকলে জনগণ যে কোনো অন্যায় ও অবিচারের বিরুদ্ধে একত্রিত হতে পারে।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুর বারী হেলাল বলেন, “আগামীর বাংলাদেশ গড়ার পথে গণমাধ্যমকে নিরপেক্ষ ও স্বাধীনভাবে কাজের সুযোগ দিতে হবে। জুলাই গণঅভ্যুত্থান আমাদের শিক্ষা দেয় যে সত্যের প্রচারই মানুষকে আন্দোলনে উদ্বুদ্ধ করে। গণমাধ্যমকে গুজব, বিভ্রান্তি ও রাজনৈতিক চাপ থেকে দূরে রাখতে হবে। যারা একসময় স্বৈরশাসনের পক্ষে অবস্থান নিয়েছিল, তাদের প্রতি সাংবাদিক সমাজকে সতর্ক থাকতে হবে।
মহানগর জামায়াতে ইসলামির সেক্রেটারি অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, “জুলাই গণঅভ্যুত্থান আমাদের দেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ন মুহূর্ত। এটি প্রমাণ করে যে গণমাধ্যম এবং জনসচেতনতা একত্রিত হলে অন্যায় ও অবিচারের বিরুদ্ধে জনগণ শক্ত অবস্থান নিতে পারে। আমাদের অবশ্যই এই অর্জন রক্ষা করতে হবে এবং ভবিষ্যতের জন্য সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত এবং শেষে তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর