খুলনা প্রতিনিধি............................................................
গতকাল ৬ সেপ্টেম্বর রোজ বুধবার খুলনা আর্ট একাডেমির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। খুলনা আর্ট একাডেমির শিশুশিল্পী সাইফি ২০২২সালে ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত ছিল। তাই ঐদিন বিকাল ৫ ঘটিকার সময় সাইফি এবং তার মামনি এই দিনটি মনে রেখে কেক নিয়ে ছুটে এসেছেন।
এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ। এসময় আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী প্রদীপ মন্ডল। এসময় সবার উপস্থিতিতে প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুভূতি ব্যক্ত করেন। ছোট্ট শিশু সাইফি গত ৪-৫ মাস ধরে প্রতিষ্ঠানে ছবি আঁকার ক্লাসে আসে না। তবুও প্রতিষ্ঠানকে যে প্রকৃত ভালোবেসেছে তার প্রমান আজ পেয়েছি।এটি আমার কাছে অনেক বড় পাওয়া।আমি যেন তার ভালোবাসার মর্যাদা রাখতে পারি।
এই প্রতিষ্ঠানে ২০১০সাল থেকে চারুকলা ভর্তি কোচিং পরিচালনা হয়। এ পর্যন্ত ২১৮জন শিক্ষার্থী বাংলাদেশ ও ভারতের সকল চারুকলায় পড়ার সুযোগ পেয়েছেন। তারা প্রতিষ্ঠানে অধ্যয়নরত থাকার সময় একাধিকবার ধুমধাম করে এই দিনটি পালন করা হয়েছিল। আজ এই ছোট্ট প্রতিষ্ঠানের সকল স্মৃতি ভুলে গিয়েছে। গত দিন রাত থেকে সন্ধ্যা পর্যন্ত ফেসবুকে যুক্ত থাকা পরিচিত অপরিচিত অসংখ্য মানুষ প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন। তাদের সকলকে ধন্যবাদ । এই দিনটি প্রতিষ্ঠানের সকল শিশু শিল্পীদের নিয়ে পালন করতে পারলে মনে পরিপূর্ণতা আসতো। এমন অভিমত ব্যক্ত করে শিশুশিল্পীদের নিয়ে কেক কাটেন প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস এবং সহকারি পরিচালক শিলা বিশ্বাস। সকল শিশুশিল্পীদের পরিচালক নিজের হাতে কেক খাইয়ে দেন এতে শিক্ষার্থীরা এবং অভিভাবকরা খুবই আনন্দিত হন। #
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর