# মোসাঃ সুমাইয়া শহিদ, খুলনা.............................................................
খুলনা জেলায় ফুলতলা উপজেলার মারুফ খান (১৭) নামে এক ভ্যান চালক হত্যাকান্ডের মূল আসামি আলমগীর খান(২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব।ঘটনার পর থেকে পলাতক থাকায় অভিযান চালিয়ে র্যাব যশোর জেলা থেকে তাকে আটক করেছে।
উক্ত বিষয়ে খুলনা র্যাব-৬ জানায়, ফুলতলা এলাকার ভ্যানচালক মারুফ খান গত ২৯ জুলাই ভ্যান চালানোর জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফেরত না আসায় পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি শুরু করেন। পরের দিন ৩০ জুলাই সকালে ফুলতলা থানাধীন ডাকাতিয়া বিলের একটি মাছের ঘেরের পাড়ে স্থানীয় লোকজন একটি নৃশংসভাবে গলা কেটে হত্যা করা লাশ দেখতে পায়। পরবর্তীতে ফুলতলা থানার পুলিশ খবর পেয়ে তার লাশ উদ্ধার করে এবং উক্ত লাশটি মারুফ খানের বলে তার আত্মীয়-স্বজন সনাক্ত করে।
মারুফের চাচা বাদী হয়ে ফুলতলা থানায় একটি অজ্ঞাত নামা হত্যা মামলা দায়ের করেন। উক্ত ঘটনার সংবাদ প্রাপ্ত হয়ে র্যাব-৬ খুলনার একটি আভিযানিক দল আসল ঘটনা উৎঘাটন ও আসামী গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় গত-১ অগাষ্ট রাতে র্যাব-৬ খুলনার একটি দল গোপন সূত্রে জানতে পারে যে,উক্ত ভ্যানচালক “মারুফ” হত্যাকান্ডের মূল হত্যাকারী আলমগীর সরদার যশোর জেলার কোতয়ালী থানা এলাকায় অবস্থান করছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৬ এর দলটি একই তারিখ যশোর জেলার কোতয়ালী থানা মুরুলি মোড় এলাকায় অভিযান পরিচালনা করে হত্যাকান্ডের মূল আাসমী আলমগীর সরদার গ্রেফতার করে এবং ভিকটিম মারুফের ভ্যানটি উদ্ধার করে। উক্ত বিষয়ে আসামী আলমগীর হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এবং তাকে ফুলতলা থানায় হস্তান্তর করা হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর