# শহিদুল্লাহ্ আল আজাদ, খলনা থেকে...................................
খুলনা জেলায় ডুমুরিয়া উপজেলার মেছাঘোনা এলাকায় সকাল ১০টা ৩০ মিনিটের সময় সাতক্ষীরাগামী বাস এবং খুলনাগামী প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। উক্ত বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে দুইজন নিহত হলেও আহত হয়েছেন ২২ জন। তবে নিহতার সংখ্যা আরও বাড়তে পড়ে পারে বলে জানা গেছে। ২৯ শে জুলাই শনিবার বেলা ১০ টা ৩০ মিনিটের সময় খুলনার ডুমুরিয়া উপজেলার মেছাঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
উক্ত বিষয়টি নিশ্চিত করেছেন ডুমুরিয়া ফায়ার স্টেশনের ইনচার্জ সরদার শরীফুল ইসলাম। উক্ত বিষয়ে স্থানীয়রা জানান, এতে বাসটি উল্টে পাশ্ববর্তী খাদে পড়ে যায়। এতে দু’জন বাসযাত্রী নিহত হন। এদের মধ্যে একজন পুরুষ ও মহিলা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।
ডুমুরিয়া ফায়ার স্টেশনের ইনচার্জ সরদার শরীফুল ইসলাম বলেন, দুজনের মরদেহ উদ্ধার করেছি। আহত ২২জনকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। উক্ত বিষয়ে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ সুফিয়ান রুস্তম বলেন, ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখন পর্যন্ত ১২ জনকে আনা হয়েছে। এদের মধ্যে ১০ জনকে এখানে ভর্তি করা হয়েছে। অন্য দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর