# মোঃ আশরাফুল ইসলাম, খুলনা সদর প্রতিনিধি.................................................
শিক্ষকরা জাতী গড়ার কারীগর। আদর্শ সমাজ ও আদর্শ প্রজন্ম গড়তে শিক্ষকদের ভূমিকা অতুলনীয়। অথচ শিক্ষকরাই আজ অবহেলিত সামাজিক এবং অর্থনৈতিকভাবে বৈষম্যের শিকার। বিদ্যমান শিক্ষা ব্যবস্থার মাঝে বৈষম্য বজায় রেখে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়।
আজ ৫ আগস্ট শনিবার সকাল ১১ টায় খুলনা প্রেসক্লাব চত্বরে জাতীয় শিক্ষক ফোরাম কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে খুলনা জেলা ও মহানগরের যৌথ উদ্যোগে ইবতেদায়ী মাদ্রাসা সহ সকল এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, শিক্ষার সর্বস্তরের সকল ধর্মের ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক, এবং মাদ্রাসার শিক্ষার স্বকীয়তা বজায় রাখার দাবিতে খুলনা জেলা ও মহানগর যৌথ উদ্যোগে আয়েজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।
জাতীয় শিক্ষক ফোরম খুলনা জেলা শাখার সভাপতি মাওলানা শায়খুল ইসলাম বিন হাসান এর সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি মোঃ গোলাম মোস্তফা বাঙালী ও জেলা সেক্রেটারি মাওলানা মাহবুবুল আলমের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের সহ-সভাপতি শেখ মোহাম্মদ নাসির উদ্দিন ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাতীয় শিক্ষক ফোরাম শুধু মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ চায়না বরং মাদ্রাসা শিক্ষা ধারায় ইবতেদায়ী থেকে কামিল পর্যন্ত এবং জেনারেল শিক্ষা ধারায় মাধ্যমিক থেকে মাস্টার্স পর্যন্ত সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের লক্ষ্যে শিক্ষক ফোরাম ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছে।
মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সেক্রেটারি হাফেজ মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব ও মহানগর সেক্রেটারি মুফতি ইমরান হোসাইন বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলন মহানগর সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, মোঃ রেজাউল করিম রনি, মুফতি আশরাফুল ইসলাম, মাওলানা হুমায়ুন কবির, আলহাজ্ব মাওলানা আবু তাহের, মোঃ আমজাদ হোসাইন মোঃ মিজানুর রহমান মোহাম্মদ আদম মাওলানা আব্দুল্লাহ আল কাফি, কবি সৈয়দ আলী হাকীম,মুফতি জাকির হোসাইন, মাওলানা জালাল উদ্দিন, মুফতি আব্দুল কুদ্দুস, মোঃ আব্দুর রাজ্জাক, হাফেজ মাওলানা রেজাউল করিম, মাওলানা মাসুম বিল্লাহ, মুফতি আরিফ বিল্লাহ, মাস্টার জাফর সাদেক, মুফতি মোস্তাফিজুর রহমান , মুফতি ফারুক হোসাইন, মুফতি নাঈম আশরাফ, মাওলানা বেলাল হোসাইন,মাওঃ আব্দুর রাজ্জাক, মুফতি আব্দুস সালাম, মুফতি আওসাফুর রহমান, মুফতি রফিকুজ্জামান, মাওলানা আলামিন, মুফতি শাহিনুর রহমান প্রমুখ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর