মোঃ ইমরান হোসেন, বটিয়াঘাটা, খুলনা প্রতিনিধি.....................................
বটিয়াঘাটা থানার ৩ নং গঙ্গারামপুর ইউনিয়নের আসামী মোঃ আশরাফুল খাঁন রনি(২৬) পিতা-মৃতঃকামরুল খান, ডেউয়াতলা গ্রাম থেকে বটিয়াঘাটা থানার পুলিশ গেপনে সংবাদ পেয়ে তাকে গ্রেপ্তার করেন। তার নমে খুলনার সোনাডাংগা থানার মাদক মামলায় মামলা রয়েছে।
মাদক দ্রব নিয়ন্ত্রন আইন ৩৬( ১)১০ (ক)১ বছর ৬মাস কারাদন্ড এবং ৫০০০ হাজার টাকা অর্থদ্ন্ড, অনাদায়ে আরও ১ মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করে চীপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত খুলনা। উক্ত সাজাপ্রাপ্ত আসামী দীর্ঘদিন পলাতক থাকার কারণে পুলিশ গ্রেফতার করতে হিমশিম খাচ্ছিল। অবশেষে ১০/১০/২৩ ইং তারিখ গভীর রাতে বটিয়াঘাটা থানার ৩ নং গঙ্গারামপুর ইউনিয়নের দায়ীত্ব প্রাপ্ত বিট অফিসার এসআই মোস্তাফিজুর রহমান, সঙ্গীয় এস, আই সবুজ সহ সংগীয় ফোর্স নিয়ে সুকৌসলে অভিষান পরিচালনা করে তাহার বসবাসের পাশে, এনামুলের বাড়ি হতে গ্রেফতার করতে সক্ষম হয়। দির্ঘদিন ধরে বটিয়াঘাটা থানার এস আই মোস্তাফিজুরকে দেখা যায়, মাথায় গামছা বেধেঁ কৃষকের বেশে,কখন জাল হাতে জেলের বেসে নদিতে মাছ ধরতে। উক্ত আসামী কে আজ মঙ্গলবার দুপু রে খুলনা চীপ মেট্র পলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।
গঙ্গারামপুর ইউনিয়ের ৬ নং ওয়ার্ড আওয়ামিলীগের সাধারন সম্পাদক দেবদাস কবিরাজ বলেন, গঙ্গারামপুরবাসি টিম নামে একটা whatsapp গ্রুপও খুলেছেন এই চৌকোশ এসআই মোস্তাফিজুর রহমান। তিনি আরও বলেন এমন একজন অফিসার পেয়ে আমরা ধন্য।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর