খুলনা প্রতিনিধি: খুলনার ৬১ সাউথ সেন্ট্রাল রোড নার্গিস মেমোরিয়াল হসপিটাল এর পাশে অবস্থিত সুবিধা বঞ্চিত শিশুদের সি ইউ সি স্কুল পরিদর্শন করেন খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা এবং পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস। সুবিধা বঞ্চিত শিশুদের জন্য কাজ করা সামাজিক সংগঠন Come for Unprivileged Child CUC এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ শাহিন হোসেন এর আমন্ত্রণে ২৭ অক্টোবর ২০২৪ রবিবার বিকাল ৫টায় সুবিধা বঞ্চিত শিশুদের ক্লাস পরিদর্শন করে তিনি অত্যন্ত আনন্দিত। কারণ তিনিও দীর্ঘদিন ধরে শিশুদের নিয়ে কাজ করেন শিশুদের মাঝেই তিনি থাকতে পছন্দ করেন।
২০২০ সালে প্রতিষ্ঠিত সি ইউ সি স্কুল টি সুনামের সাথে সুবিধা বঞ্চিত ও দরিদ্র শিশুদের ফ্রি লেখাপড়ার জন্য স্কুল পরিচালনা করছে। সমাজের বিত্তবান মানুষের সহযোগিতায় শিশুদের মাঝে সারা বছর শিক্ষা উপকরণ বিতরণ, একাডেমিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় এবং নৈতিক শিক্ষা, পুষ্টিকর খাবার, ঈদ বস্ত্র,শীতের পোশাক, কোরবানির গোস্ত সহ প্রয়োজনীয় সকল কিছু সরবরাহ করে যাচ্ছে। এই স্কুলে বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিনা বেতনে শিক্ষক হিসেবে কাজ করছেন। চিত্রশিল্পী মিলন বিশ্বাস নিজেও একটি প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন ২০০৩ সাল থেকে। যার নাম খুলনা আর্ট একাডেমি।তাউ আর একাডেমির পক্ষ থেকে প্রতি রবিবার সুবিধাবঞ্চিত শিশুদের সিইউসি স্কুলে ড্রয়িং প্রশিক্ষণ প্রদানের ঘোষণা দেন।
মিলন বিশ্বাস সিইউসি স্কুল পরিদর্শনকালে ড্রইং ক্লাস পরিচালনা করেন। শিশুরা ভিন্নমাত্রার চিত্রাংকনের এমন একটি ক্লাস করতে পেরে খুবই আনন্দিত হয়েছে। ২৭শে অক্টোবর আরো একটি সামাজিক সংগঠন খুলনা স্বাধীন ফাউন্ডেশন এর এক ঝাঁক তরুণ তরুণীরা সিইউসি স্কুলে শিশুদের ক্লাস নেওয়ার জন্য উপস্থিত ছিলেন । ক্লাসের শেষে স্বাধীন ফাউন্ডেশনের পক্ষ থেকে সি ইউ সি স্কুলের শিক্ষার্থীদের মাঝে একটি কুইজ প্রতিযোগিতা আয়োজনে করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।
স্কুল পরিদর্শন শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চিত্রশিল্পী মিলন বিশ্বাস সি ইউ সি কর্তৃক পরিচালিত সুবিধা বঞ্চিত শিশুদের স্কুলে শিক্ষা প্রদান সহ সকল প্রকারের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর