মোল্লা জাহাঙ্গীর আলম, খুলনা.................................................................
খুলনা জেলার রূপসা উপজেলার ৫"নং ঘাটভোগ ইউনিয়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে অমল বৈরাগী (৩২) নামে এক মাদক বিক্রেতা কে ৩"কেজি গাঁজাসহ গ্রেপ্তার করেছে। গ্রেফতারকৃত অমল বৈরাগী সে রূপসা উপজেলার নতুনদিয়া গ্রামের পূর্বপাড়া মৃত ভরত বৈরাগীর ছেলে।
মামলা সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনা এর উপ পরিচালক মোঃ মিজানুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ বদরুল হাসানের নেতৃত্বে বিভাগীয় স্টাফ নিয়ে শনিবার ৯"সেপ্টেম্বর ২০২৩ এর বিকালে মাদকদ্রব্য উদ্ধার অভিযানে বের হয়ে রূপসার নতুনদিয়া পূর্ব পাড়াস্থ এলাকায় পৌছালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে পশ্চিম দুয়ারী ইটের দেয়াল টিনের ছাউনি যুক্ত চার কক্ষ বিশিষ্ট বসত ঘরের মধ্যে অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করিতেছে। এমন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যগণ পৌঁছালে তাদের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। এসময় ডি এনসি সদস্যরা অমল বৈরাগী নামে এক ব্যক্তিকে আটক করে।
এছাড়া এজাহার নামীয় ২য় আসামি শ্যামল বৈরাগী পালিয়ে যায়। অমল বৈরাগী ও শ্যামল বৈরাগীর বসতঘর তল্লাশি করে দক্ষিণ পশ্চিম পাশে স্ময়ন কক্ষের মধ্যে খাটের নিচ হতে ৩"কেজি গাঁজা আলামত হিসেবে জব্দ করে অমল বৈরাগীকে গ্রেফতার করা হয়।
এজাহারে আরো জানা যায়, উক্ত আসামিরা বিভিন্ন স্থান হইতে মাদকদ্রব্য সংগ্রহ করিয়া বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখিয়া বিক্রয় করে বলে অমল বৈরাগী প্রাথমিক ভাবে স্বীকার করে। এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬ (১)সারণির ১৯ (ক) ধারায় মামলা দায়ের করা হয়।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর