মোঃ ইমরান হোসেন, বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি.....................................
বটিয়াঘাটায় ৫ম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার প্রতিবাদে ভুমিহীন সংগঠন ও এলাকাবাসী বটিয়াঘাটা বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করে।
সুত্রে প্রকাশ, গত সোমবার উপজেলার ৩৯নং বটিয়াঘাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী স্কুল থেকে বাড়ি ফেরার পথে স্কুলের পাশে একটি লীজ ঘেরে ধর্ষণ প্রচেষ্টাকারী বটিয়াঘাটা গ্রামের মৃত অনীল কৃষ্ণ মন্ডলের নারী পিপাশু লম্পট পুত্র নারায়ন মন্ডল (পঞ্চাশোর্ধ) শিশু কন্যাকে শসা খাওয়ানো ও টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে তার মৎস্য ঘেরের বাসায় ডেকে নেয়। তারপর লম্পট নারায়ন মন্ডল তার যৌন কামনা চরিতার্থ করার জন্য শিশু ছাত্রীর স্কুল ড্রেস খুলে ফেলে তার মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করতে থাকে। ধর্ষণ চেষ্টাকালে শিশু ছাত্রীর আত্মচিৎকারে কবিতা সরকার নামের পঞ্চান্ন বছর বয়েসের এক নারী ঘটনাস্থলে ছুটে আসলে ধর্ষণ চেষ্টাকারী নারায়ন মন্ডল পালিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর পিতা দিনেশ সরকার নারায়ন মন্ডলকে আসামি করে গতকাল মঙ্গলবার বটিয়াঘাটা থানায় মামলা দায়ের করেন। মামলা নং ৩। বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শওকত কবির বলেন, উক্ত ঘটনায় মামলা হয়েছে। আসামী আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
উক্ত ঘটনার প্রতিবাদে এবং বিচারের দাবিতে এলাকার লোকজন বটিয়াঘাটা বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করে। তারা দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর