মোঃ ইমরান, বটিয়াঘাটা, খুলনা উপজেলা প্রতিনিধি .........................................
খুলনা জেলার: খুলনার হরিণটানা থানার এসআই মল্লিক মনিরুজ্জামান মানবিক পুলিশের এক উজ্জ্বল দৃষ্টান্ত। দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়ানো যেন তার পেশা ও নেশা। তিনি মনিরা বেগম(৭০) নামের অসহায় এক মহিলাকে উদ্ধার করে ভিকটিম সাপোর্ট সেন্টারে হস্তান্তর করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে মানবিক পুলিশ মনির বলেন, গত ইং ২০ সেপ্টেম্বর রাতে ময়ুর আবাসিক এলাকায় অপরিচিত এক বয়স্ক মহিলাকে ঘুরাফেরা করতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে অবহিত করে। তখন আমি সঙ্গীয় ফোর্সসহ ঘটনা স্থলে পৌঁছাই এবং ঐ মহিলাকে উদ্ধার করে তার সাথে কথা বলি। তার এই অবস্থার বিষয়ে জানতে চাইলে, তিনি কিছু না বলে চুপ থাকেন। পরে তাকে রাতে ভাত খেতে দেয়া হয়। ভাত খেয়ে একটু সুস্থ হলে তিনি বলেন তার নাম মিনারা, স্বামীর নাম বাচ্চু মিয়া, জেলা রংপুর। তার গ্রাম ও থানার নাম জানতে চাইলে বলতে পারেনি। পরে তাকে সোনাডাঙ্গা ভিকটিম সাপোর্ট সেন্টারে ঐ রাতেই হস্তান্তর করা হয়। তার প্রকৃত ঠিকানা জানার জন্য চেষ্টা চলছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর