মোঃ ইমরান হোসেন, বটিয়াঘাটা, খুলনা............................................
উপজেলা প্রতিনিধি: আগামী প্রজন্মের জন্য সুন্দর পৃথিবী গড়ার প্রত্যয় নিয়ে খুলনার বটিয়াঘাটার কৈয়া প্রি-ক্যাডেট স্কুল ও আলোর দিশারী ক্লাবের যৌথ উদ্যোগে গতকাল সোমবার শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা বিতরণ পূর্বে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান মল্লিক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি, সাবেক ছাত্রনেতা এস,এম ফরিদ রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা ছাত্রলীগের সদস্য আবিদ হাসান ফাইম ও উপজেলা ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা লিটন মন্ডল।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী শিক্ষিকা মৌসুমী আক্তার, রুমু খাতুন, Child রহমান বেনু, সহকারী শিক্ষিকা, হিমাংগিনী রায়, রিমা আক্তার, কনিকা মল্লিক, শারমিন, ইসরাত জাহান ঊর্মি, শামসুন্নাহার ও আলোর দিশারী ক্লাবের সদস্যবৃন্দ। ওইদিন সংগঠনটির পক্ষ থেকে মসজিদ, মন্দির, রাস্তার পাশসহ বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর