# ডুমুরিয়া প্রতিনিধিঃ খুলনার ডুমুরিয়াধীন মিকশিমিল, রানাই, খরসঙ্গ,, চহেড়া, আঙ্গারদহ, বালিয়াখালী, বাওইখালী মৌজার সিংগা নদী(বন্ধ) জলমহলটি অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে।
থানার লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় উখড়া গ্রামের মফিজুর মোল্যা গত ৩ বছর পূর্বে নলঘোনা মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেড রাজিবপুর ডুমুরিয়া খুলনার নিকট থেকে ২২.৮৪ একর জলমহাল লীজ নিয়ে মৎস্য চাষ করে আসছে। কিন্তু গত ১৫ ফেব্রুয়ায়ী সকাল সাড়ে ৯ টায় উপজেলার টিপনা গ্রামের স্থানীয় বাসিন্দা মহিব্বুর মোল্যা,জয়নাল শেখ,কবির শেখ,মনিরুল শেখ,আতাউর রহমান গাজী,হাবিবুর শেখ গংরা অজ্ঞাত ১০/১২ জন জলমহালে গিয়ে আমার ঘেরে থাকা গলদা, বাগদা, রুই, কাতলা,মৃগেল সহ বিভিন্ন প্রজাতির সাদা মাছ জোরপূর্বক মারতে থাকে।
এ সময় আমার জলমহালে দায়িত্বে থাকা পাহারাদার মোঃ বাবু শেখ ও তার স্ত্রী মহিব্বুর মোল্যা গংদের বাঁধা দিলে তাদের উপর ক্ষিপ্ত হয়ে তাদের শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ীভাবে মারপিট করে আহত করে।এমনকি আমার পাহারাদারের স্ত্রীর পরিধেয় কাপড় চোপড় টানা হেছড়া করে শ্লীততাহানীর চেষ্টা করে। এমন খবর পেয়ে দ্রুত জলমহাল এলাকায় গিয়ে মহিব্বুর মোল্যা গংদের নিকট জানতে চাইলে আমাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে মারপিট করে আমার জীবনাশের ভয়ভীতি ও হুমকি দিয়ে তারা চলে আসে পরবর্তীতে আমি ডুমুরিয়া থানায় এসে একটি লিখিত অভিযোগ করি।
এ ঘটনার বিষয়ে, ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা বলেন,একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।#