নাহিদ জামানঃ র্যাব-৬ এর একটি আভিযানিক দল ২৬ জুন দুপুর ২ টা ৫০ মিনিটে কেএমপি খুলনার খালিশপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার প্রধান আসামী খালিশপুর থানার মোস্তাক আহমেদ সজীব (৪০), পিতা-মনিরুল ইসলাম, এবং মোঃ রাজু শেখ (৩২), পিতা- মোঃ আবজাল শেখ কে গ্রেফতার করে।
জানা যায়, ভিকটিম একজন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষিকা। গ্রেফতারকৃত আসামী মোস্তাক আহমেদ সজীব সাথে শিক্ষিকার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। তাকে চাকুরি দেওয়ার প্রলোভন দেখিয়ে গত ২৩ জুন দুপুর অনুমানিক ১২ টার সময় খুলনা সদর থানার খানজাহান আলী রোড তারের পুকুর মোস্তফা কামাল এর বাড়ীর ৩য় তলার ছাদের উপর চিলেকোঠার রুমের ভিতর নিয়ে শারীরিক মেলামেশা করার কুপ্রস্তাব দেয়। কুপ্রস্তাবে রাজি না হলে বিভিন্ন ভয়ভীতি প্রদান করে। তখন রুমের ভিতরে মোঃ রাজু শেখ প্রবেশ করে এবং মোস্তাক আহমেদ সজীব রুম থেকে বের হয়ে যায়। পরবর্তীতে মোঃ রাজু শেখ শিক্ষিকাকে জোরপূর্বক একাধিক বার ধর্ষণ করে।
উক্ত ঘটনায় শিক্ষিকা বাদী হয়ে খুলনা সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ধর্ষণের ঘটনার বিষয় জানতে পেরে র্যাব-৬, সিপিএসপি এর একটি আভিযানিক দল আসামিদের কে গ্রেফতারের জন্য ছায়া তদন্ত শুরু করে এবং আসামিদেরকে গ্রেফতারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। গ্রেফতারকৃত আসামিদের কে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কেএমপি খুলনার সদর থানায় হস্তান্তর করা হয়।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর