শহিদুল্লাহ আল আজাদ. খুলনা ব্যুরোঃ খুলনায় রূপালী ব্যাংক পিএলসি বিভাগীয় অফিসে কর্মরত সিনিয়র পিন্সিপ্যাল অফিসার সমর কুমার দাস।
২০ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৮ টায় সবুজ বাংলা হরিনটানার আবাসিক বাসা থেকে বাজার করার উদেশ্যে গল্লামারী বাজারে আসেন। তিনি লিনিয়ার পার্কের সামনে তার ব্যাবহারকৃত মটর সাইকেল টি রেখে বাজার করতে থাকেন। সকাল ৮ টা ৩০ মিনিটের সময় তিনি তার গাড়ী দেখতে পান। ৮ টা ৪৫ মিনিটের সময় বাজার শেষে গাড়ীর কাছে আসলে গাড়ীটি দেখতে না পেয়ে খোজাখুজি করেন। কোথাও গাড়ীটির সন্ধান না পেয়ে কেএমপির হরিনটানা থানায় এসে তিনি লিখিত অভিযোগ দায়ের করেন।
গাড়ীটি তিনি ব্যক্তিগত কাজ, সন্তানদের বিদ্যালয় আনা নেওয়া সহ সকল প্রকার প্রয়োজনীয় কাজ করে থাকেন। গাড়ীটির তথ্য Honda CB Trigger(মটর সাইকেল) cc-150 ইঞ্জিন নং kc19E85008468 চেসিসি নং Psokc1990FH503691হুইল বেস1325 Colour- Red, Registration No- খুলনা -ল - ১১-৩৯০৫। গাড়ীটির সন্ধান পেলে, সমর কুমার দাস , মোবাইল নাম্বার ০১৭১৭৮৮২৫ ৯৮। এই নাম্বারে যোগাযোগের জন্য অনুরোধ রইলো।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর