শহিদুল্লাহ্ আল আজাদ. খুলনা ব্যুরোঃ খুলনায় নভোথিয়েটার প্রকল্প বাতিলের উদ্যোগের প্রতিবাদ এবং দ্রুত কাজ শুরুর দাবিতে মানববন্ধন করেছে নাগরিক ফোরাম। বুধবার ১৫ জানুয়ারি বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়। পরে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের উপদেষ্টার কাছে স্মারকলিপি পাঠানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের অন্য বিভাগীয় শহরে নভোথিয়েটার স্থাপন করা হলেও খুলনার প্রকল্পটি বাতিলের প্রস্তাব মানুষকে ব্যাথিত করেছে। প্রয়োজনে প্রকল্পের নাম পরিবর্তন করে হলেও খুলনার শিক্ষার্থীদের কথা চিন্তা করে দ্রুত প্রকল্পটি বাস্তবায়ন করা হোক।
খুলনা নাগরিক ফোরাম মহাসচিব ইকবাল হাসান তুহিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজল ইসলাম, ১নং ওয়ার্ডের নগরিক ফোরাম সভাপতি সৈয়দ নওসাদুজ্জামান পল্টু, খুলনা অন্যতম সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাইফুল ইসলাম মল্লিক, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাওসারী জাহান মঞ্জু, বনানী সুলতানা ঝুমু, সৈয়দ আলী হাফিজ, সাবির খান, জাতীয় নাগরিক কমিটির সদস্য অনি হাসান, বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন পরিষদের খুলনার সংগঠক কোহিনুর আক্তার কনা প্রমুখ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর