# নাহিদ জামানঃ জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে দক্ষিণাঞ্চলের অন্যতম জনপ্রিয়, স্থানীয় দৈনিক ফুলতলা প্রতিদিন পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ১৩ সেপ্টেম্বর শনিবার সকাল ৯টায় ফুলতলা উপজেলা পরিষদ অডিটরিয়ামে উদযাপিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সঙ্গীত পরিবেশন এবং মহান মুক্তিযুদ্ধের শহীদ ও চব্বিশের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন শাহাদাত হোসেন। প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য, খুলনা-২ এবং খুলনা-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ আলি আসগার লবি। সভাপতিত্ব করেন দৈনিক ফুলতলা প্রতিদিন পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ সুমন সরদার।
এছাড়া উপস্থিত ছিলেন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক জি এম শহীদুল ইসলাম, সহ-সম্পাদক মীর দিনার হোসেন, বার্তা সম্পাদক নাসিম রেজা, সিআইএন টিভির সম্পাদক আবু হামজা বাঁধন, গ্লোবাল টেলিভিশন এর বিভাগীয় প্রধান আনিচুর রহমান কবির সহ বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মীর্জা গালিব উজ্জ্বল ও গোলাম রব্বানী, যুগ্ম মহাসচিব মো: জুবায়ের ও উজ্জ্বল হোসেন প্রধান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাকিল হাসানসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা ও উপজেলা প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যম কর্মীরা।
প্রধান অতিথি মোহাম্মদ আলি আসগর লবি বলেন, “ফুলতলা প্রতিদিন প্রতিষ্ঠার অল্প সময়ের মধ্যেই স্থানীয় মানুষের আস্থা অর্জন করেছে। এটি স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে। আমি আশা করি, পত্রিকাটি আগামীতেও সত্য ও ন্যায়ের পক্ষে থেকে সমাজ ও দেশের কল্যাণে কাজ করে যাবে। পাশাপাশি দেশের সাংবাদিকদের জন্য সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করতে দ্রুত একটি সাংবাদিক সুরক্ষার আইন প্রণয়ন জরুরি, যাতে সাংবাদিকরা নির্ভয়ে তথ্য পরিবেশন করতে পারেন।”
আলোচক আবু হামজা বাঁধন বলেন, “ফুলতলা প্রতিদিনের মতো স্থানীয় পত্রিকাগুলো শুধু সংবাদ পরিবেশনই নয়, সমাজের সমস্যা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে জনগণের দৃষ্টি আকর্ষণ করে। দক্ষিণাঞ্চলের সাংবাদিকতার মানোন্নয়নে এ উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে সাংবাদিকতার মান রক্ষায় যোগ্যতা নির্ধারণে একটি সুনির্দিষ্ট নীতিমালা থাকা দরকার।”
প্রকাশক ও সম্পাদক মোঃ সুমন সরদার বলেন, “আমাদের লক্ষ্য কেবল সংবাদ পরিবেশন নয়, বরং জনগণের সচেতনতা বৃদ্ধি ও সমাজের ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে গণমাধ্যমকে শক্তিশালী করা। প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের জন্য নতুন প্রেরণা। আমরা আগামী দিনগুলোতেও ফুলতলা তথা দক্ষিণাঞ্চলের মানুষের সেবা করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।”
বক্তারা দৈনিক ফুলতলা প্রতিদিন-এর অগ্রযাত্রায় ফুলেল শুভেচ্ছা জানান এবং স্থানীয় সাংবাদিকতা ও সমাজ উন্নয়নে পত্রিকার অবদানকে গুরুত্ব সহকারে তুলে ধরেন। তারা আশা প্রকাশ করেন, দৈনিকটি ভবিষ্যতে আরও সুসংগঠিত হয়ে দক্ষিণাঞ্চলের সাংবাদিকতার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের শেষ পর্বে উপস্থিত অতিথি ও সাংবাদিকদের মধ্যে সম্মাননা ক্রেস্ট এবং সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সম্মাননা সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দৈনিক ফুলতলা প্রতিদিন-এর আইসিটি বিষয়ক সম্পাদক মো. ওলিউল্লাহ । মধ্যাহ্নভোজের আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর