প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৬, ২০২৫, ৮:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৮, ২০২৪, ২:৩৩ পি.এম
খুলনায় জেলা প্রশাসকের কার্যালয়ে বিডি ক্লিনের পরিচ্ছন্নতা অভিযান

# শহিদুল্লাহ আল আজাদ. খুলনা ব্যুরো...................
খুলনা পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বিডি ক্লিন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। শুক্রবার ৭ জুন সকাল থেকে দুপুর পর্যন্ত খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে সম্পূর্ণ জায়গায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। ইভেন্ট শুরু হয় শপথ পাঠের মাধ্যমে,শপথ পাঠ করেন খান আনিসুর রহমান নেজারত শাখা ডিসি অফিস খুলনা। জেলা সমন্বয়ক মো. খলিলুর রহমান , জাকিয়া, লিটন, মিরাজ, শাহজাহান, নাঈম, মেহেদী, সহ জেলার গুরুত্বপূর্ণ সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে এ প্রতিপাদ্যকে সামনে রেখে কাজ করছে বিডি ক্লিন। আট বছর আগে ঢাকা বিডি ক্লিন এর কার্যক্রম শুরু হয়। সাত বছর ধরে কার্যক্রম চলছে খুলনায়।
বিডি ক্লিন এর জেলা সমন্বয়ক মো. খলিলুর রহমান বলেন, খুলনা বিডি ক্লিন নিয়মিত আমাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। তিনি বলেন, খুলনায় আমাদের এ কর্মকাণ্ডের জনগণকে এই বার্তা দিতে চাই- নিজের পরিবেশ নিজেকেই পরিষ্কার রাখতে হবে।
তিনি আরও বলেন, তবে এটা একটি জটিল ও দীর্ঘ মেয়াদী কাজ। বার বার মানুষের মাঝে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি তুলে ধরলে একসময় সে নিজের পরিবেশ অপরিষ্কার রাখতে পারবে না।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর