# শহিদুল্লাহ্ আল আজাদ. খুলনা ব্যুরো.................................................
খুলনা জেলার রূপসা খান জানান আলী.(রূপসা সেতু) সংলগ্ন জাবুসা এলাকায় অভিযান চালিয়ে ১টি দেশীয় স্যুটার গানসহ ৩ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের একটি অভিযানিক দল। আজ ২৯ এপ্রিল সোমবার দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. মুনতাসির ইবনে মহসীন সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২৮ এপ্রিল রোববার আনুমানিক রাত সাড়ে ১০ টায় বাংলাদেশ কোস্টগার্ড এর একটি দল কর্তৃক খুলনা জেলার রূপসা থানাধীন পূর্ব জাবুসা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযান চলাকালীন ৩ জন মোটরসাইকেল আরোহীর গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ডের আভিযানিক দল তাদেরকে থামার সংকেত দেয়। কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে তারা দ্রুত পালানোর চেষ্টা করলে কোস্ট গার্ডের আভিযানিক দল তাদের আটক করে।
এ দিকে আটককৃত ব্যক্তিদের সাথে থাকা ব্যাগ তল্লাশী করে ১টি দেশীয় স্যুটার গান পাওয়া যায়। পরবর্তীতে জব্দকৃত অস্ত্র, মোটরসাইকেল ও আটককৃত অস্ত্র ব্যবসায়ীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রূপসা থানায় হস্থান্তর করা হয়।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর