শহিদুল্লাহ্ আল আজাদ. স্টাফ রিপোর্টারঃ খুলনা মহানগরীর কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক সমাজের সাথে তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা এবং শিক্ষা সংক্রান্ত শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২২ আগস্ট বিকেলে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন ও বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের উদ্যোগে খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন নগর বিএনপির সাধারন সম্পাদক শফিকুল আলম তুহিন। আলোচক ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার অধ্যক্ষ মাজহারুল হান্নান, দৈনিক সময়ের খবরের প্রকাশক ও সম্পাদক তরিকুল ইসলাম, ডা: হুমাইরা মুসলিমা বাবলি, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনর সাধারণ সম্পাদক এস এম ইকবাল হোসেন।
সভায় বক্তারা বলেন, কিন্ডারগার্টেন স্কুল গুলোর আরো উন্নয়ন প্রয়োজন। বেশিরভাগ স্কুল গুলোর অবকাঠামোগত অবস্থা অনেক খারাপ। কিন্ডারগার্টেন স্কুলের বেশিরভাগ শিক্ষকের বেতন অনেক কম। তাই এই জায়গাটির দিকে সবার নজর দেওয়া জরুরী বলে মনে করেন তারা। তবে তারেক রহমানের দেওয়া ৩১ দফায় শিক্ষার উন্নয়নের ব্যাপারে বলা হয়েছে। সে বিষয়ে আলোচনা করেন বক্তারা।
এছাড়াও এবারের নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে কিন্ডারগার্টেন স্কুলের উন্নয়নসহ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করা হবে বলে জানান প্রধান অতিথি নগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর