শহিদুল্লাহ আল আজাদ. খুলনা ব্যুরোঃ খুলনা জেলায় রূপসা উপজেলার ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক পূর্ণ উপজেলা রূপসায় “আমাদের রূপসা” নামক একটি ত্রৈমাসিক ম্যাগাজিন ২১ মার্চ শুক্রবার সকাল ১০টায় উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের নন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যাগাজিনটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আমাদের রূপসা ম্যাগাজিনের সম্পাদক ও প্রকাশক এফ এম বুরহান এর সভাপতিত্বে নির্বাহী সম্পাদক মাহমুদুল মুরসালিন এর সঞ্চালনায় আমাদের রূপসা গ্রুপের আমিনুল ইসলামের কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক উন্নয়ন ফাউন্ডেশন এর সভাপতি এডভোকেট মোল্লা মহববত আলী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমাদের রূপসা ম্যাগাজিনের উপদেষ্টা সদস্য সাংবাদিক মোঃ মোস্তাফিজুর রহমান , রূপসা রিপোর্টার্স ক্লাবের সভাপতি আ: রাজ্জাক শেখ, খাঁন নাহিদুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক স্বপন স্বর্ণকার, খুলনা আলোকিত যুব সমাজ এর স্বেচ্ছাসেবক মেহেবুব হাসান মামুন, ক্রিয়েটিভ মাইন্ড কোচিং সেন্টারের পরিচালক রশিদ আসিফ রিপন।
অনুষ্ঠানে উপস্থিত সকলেই “আমাদের রূপসা” ম্যাগাজিনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং এটি রূপসার ইতিহাস ও সংস্কৃতিকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরবে বলে আশাবাদ ব্যক্ত করে এর ধারাবাহিকতা বজায় রাখতে সার্বিক সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, প্রেসক্লাব রূপসার প্রচার সম্পাদক শেখ শহীদুল্লাহ আল আজাদ , তরুণ সমাজসেবী সেফ ব্যাটারি পানির সত্ত্বাধিকারী কে এম জামিল আহমেদ, স্বেচ্ছাসেবী সংগঠন ড্রীমলাইট এর সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদের , কবি লেখক ও কন্ঠশিল্পী মোঃ মিনহাজ মোর্শেদ, একতা যুব সংঘের সভাপতি মুহাম্মদ শরিফুল ইসলাম, শব্দের ডাইরির প্রতিষ্ঠাতা মুন্না হাসান , সমাজ সেবক ও উদ্যোক্তা তানভীর ইসলাম বকুল, শিক্ষক ও লেখক মোঃ আল আমিন, আমাদের রূপসা ম্যাগাজিনের সহকারী প্রচার সম্পাদক মোঃ ফামীম খাঁন , ইলিয়াস শেখ, ইউসুফ আলী মল্লিক, স্বেচ্ছাসেবী রাতুল, নাইম প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা ম্যাগাজিনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং এর সফল প্রকাশনা ও ধারাবাহিকতা বজায় রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানের শেষে অতিথিরা ম্যাগাজিনের একটি করে কপি হাতে নিয়ে উন্মোচনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।#