বিশেষ প্রতিনিধি: কলারের দুইজনের একজন নিজেকে মেজর, অন্যজন এসপি পরিচয় দিয়ে দেশের সমসাময়িক রাজনৈতিক ও সামাজিক অবস্থা সহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করে পরিচিতি সহ সামনা-সামনি আরো কিছু গোপনীয় কথা বলার জন্য কোন সেনা ক্যাম্পে ও এসপি অফিসে প্রথমে চা-কফির দাওয়াত দিচ্ছে। দ্বিতীয় বার কল করে নিজ নিজ অফিসের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে আর্থিক ধান্দা করার চেষ্টাও করছে। কলারের নম্বর দুটির একটি মেজর রিজওয়ান-০১৬২৬৭৯৭২০৫ অন্যটি এপি মুনির-০১৩৪০৬১৫৫৩৩। এই নম্বর দুটি সঠিক ভাবে যাচাই-বাছাই না করে কোন ধরনের সাহায্য কিংবা নিজের ও অন্যের কোন বিষয়ে তথ্য চাইলে শেয়ার না করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
রোববার(১৭-০৮-২০২৫) বাঘা থানার অফিসার ইনচার্জ(ওসি) আফম আছাদুজ্জামান, বাঘা থানার ফেসবুক পেইজে পোষ্ট দিয়ে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে লিখেছেন- গত কয়েকদিন থেকে ওই মোবাইল নম্বর দুটি থেকে বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারী, জন প্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ সমাজের বিভিন্ন স্তরের লোকজনকে কল করে বিভিন্ন কৌশলে প্রতারণা করে আসছে এবং এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ফেসবুক পেইজে লিখিত ছাড়াও ওসি জানিয়েছেন,মোবাইল নম্বর দুটির বিরুদ্ধে প্রাথমিক আইনগত প্রক্রিয়া গ্রহণ শুরু হয়েছে। কিন্তু বেশির ভাগ মোবাইল সীমের রেজিষ্ট্রেশনকালে প্রদত্ত তথ্য ভুয়া কিংবা তাদের সীমটি অন্যের নামে রেজিষ্ট্রেশন থাকায় এধরনের অপরাধীদেরকে সনাক্ত করে আইনের আওতায় আনা কঠিন হয়ে পড়ছে। সেক্ষেত্রে অপরাধ প্রতিরোধে সকলের সচেতনতাই অন্যতম হাতিয়ার।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর