# মাসুদ রানা,পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ বিএনপি চেয়ারপার্সন ও বাংলাদেশের সাবেক ও প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় পত্নীতলায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় উপজেলা বিএনপির কার্যালয়ে পত্নীতলা ও নজিপুর পৌর মহিলা দলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মোনাজাতে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্রের সুদৃঢ়তা কামনা করা হয়। দোয়া মাহফিল শেষে উপস্থিত মহিলা দলের নেতাকর্মীরা প্রয়াত এই দেশনেত্রীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং শোক প্রকাশ করেন। দোয়া মাহফিলে কেঁদে কেঁদে দু'হাত তুলে আল্লাহর নিকট দেশনেত্রী খালেদা জিয়ার মাগফেরাত কামনা করেন উপজেলা মহিলা দলের সভানেত্রী মরিয়ম বেগম শেফা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাদিরা খাতুন, নজিপুর পৌর মহিলা দলের সভানেত্রী মাহফুজা খাতুন,সাধারণ সম্পাদক ইশরাত ফারহানা সাংগঠনিক সম্পাদক মাসুদা, মর্জিনা মাসুদা বেগমসহ মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমূখ।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর