প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২, ২০২৬, ১১:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩০, ২০২৫, ৯:৫৩ এ.এম
খানসামায় বিএনপির কার্যালয় ভাঙচুর মামলায় প্রধান শিক্ষক চৌধুরী নুপুর নাহার তাজ গ্রেপ্তার

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় ২০১৪ সালে বিএনপির কার্যালয় ভাঙচুর ও চাঁদাবাজির মামলায় আলোকঝাড়ী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক খগেশ্বর চন্দ্র রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলা স্কাউট কমিটির সাবেক সাধারণ সম্পাদকও ছিলেন। বুধবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের জয়গঞ্জ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৫ জানুয়ারি বিএনপির কার্যালয় ভাঙচুরের একটি ঘটনা ঘটে। এ বিষয়ে দীর্ঘদিন পর, ২০২৪ সালের ২৩ অক্টোবর খানসামা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান স্মৃতি বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় প্রধান শিক্ষক খগেশ্বর চন্দ্র রায়কে এজাহারভুক্ত আসামি করা হয়। তিনি ঘটনার পর থেকেই দীর্ঘদিন পলাতক ছিলেন।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক জানান, “বিএনপির কার্যালয় ভাঙচুর ও চাঁদাবাজির মামলায় এজাহারভুক্ত আসামি খগেশ্বর চন্দ্র রায়কে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে বুধবার দুপুরেই আদালতে পাঠানো হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর