নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর তানোর উপজেলার কয়েল উচ্চবিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের সহিত মতবিনিময় সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেন, শিক্ষকরা যাতে শ্রেষ্ঠ সন্তান তাদের হাত ধরেই একটি জাতির ভবিষ্যৎ গড়ে ওঠে। তাই তাদের উন্নত কর্মপরিবেশ ও সুযোগ-সুবিধা থাকা অত্যন্ত জরুরী। একজন শিক্ষক যখন স্বস্তি ও পর্যাপ্ত সুযোগ সুবিধার মাধ্যমে নিরাপদ কর্মক্ষেত্র পান তখন তিনি তার মেধা জ্ঞান ও প্রজ্ঞা দিয়ে ছাত্রছাত্রীদেরকে পাঠদান করে উন্নত, নৈতিক ও যোগ্যতা সম্পন্ন নাগরিক গড়ে তোলেন।
তিনি আজকের এ মত বিনিময় সভার আরো বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী যদি আল্লাহর রহমতে জনগণের ভালোবাসায় ক্ষমতায় যেতে পারে তাহলে শিক্ষার মান উন্নয়নে সর্বাধিক অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়াও শিক্ষাক্ষেত্রে কারিগরি ও প্রশিক্ষণ নির্ভর শিক্ষার বিস্তারে গুরুত্ব প্রদান করে উন্নত ও নৈতিক সমাজ গঠনে তাদেরকে কাজে লাগানো হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের বিভাগের সভাপতি ড. ওবায়দুল্লাহ্, তানোর উপজেলা আমির মাওলানা আলমগীর হোসেন, পাচন্দর ইউনিয়ন আমির মোঃ জুয়েল রানা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অধ্যাপক মজিবুর রহমান তানোর উপজেলার বিভিন্ন নন এমপিও স্কুল,কলেজ,মাদরাসার শিক্ষকদের দ্রুত এমপিওভুক্তি করনে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান বলে রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক মুহাম্মদ শহিদুল্লাহ এ তথ্য নিশ্চিত করেন।
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর