ছবি: জাহেদুল ইসলাম
# গোদাগাড়ী প্রতিনিধি................................................
রাজশাহীর গোদাগাড়ীর নিজস্ব বাগান হতে ফরমালিন মুক্ত সতেজ আম গাছ হতে পেড়ে ,প্যাকেট করে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেয়া হয় ক্রেতার কাছে। এখানে গোপাল ভোগ, গোবিন্দ ভোগ, খিস্সা , হিমসাগর ,ইত্যাদি সকল আম পাওয়া যাবে। মূল লক্ষ্য এখানে ব্যবসা করা না! লক্ষ্য হচ্ছে ফরমালিন মুক্ত সতেজ আম বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজনেরা যাতে খেতে পারে এমনটা।
সীমিত লাভে ১০০ ভাগ আসল এবং কোনো প্রকার ফরমালিন/রাসায়নিক মুক্ত খাঁটি আম গ্রাহক এর নিকটে পৌঁছানোর ক্ষুদ্র প্রচেষ্টা । আর এইটি ভাবার কোনো সুযোগ নেই যে, এই আম বিক্রি করে লক্ষ্ লক্ষ্ টাকা আয় করে বিক্রেতারা কোটিপতি হবো এইটা ভাববার কোন কারণ নেই। বাংলাদেশের সকল স্থানে কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে আম পাঠানো সম্ভব তবে কুরিয়ার খরচ দিতে হবে। ক্রেতা আম পাওয়ার পরে আমের ব্যাপারে কোনো অভিযোগ করলে টাকা ফেরত দিতে বাধ্য থাকবে।এমনটাই বলছে গোদাগাড়ীর এ নতুন পদ্ধতির আম বিক্রেতারা।#
এডিট: আরজা/২
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর