প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৮, ২০২৫, ১১:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৫, ২০২৪, ৯:৪২ এ.এম
কোটালীপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

গর্গ বিশ্বাস: কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি। আজ ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে পূর্ব কোটালীপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে, শিক্ষক দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষক দিবস উদযাপনের জন্য অসংখ্য শিক্ষার্থী বিদ্যালয়ে আসেন। কানায় কানায় পূর্ন হয়ে যায় শিক্ষার্থীদের ভিরে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের সকল শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ। সকাল ১০ টায় কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হতে থাকে। আলোচনা সভায় শিক্ষকরা গুরুত্বপূর্ণ বক্তব্য শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন। শিক্ষার্থীরা বক্তব্যের মাধ্যমে শিক্ষকদের অবদানের কথা বলে থাকেন।
শিক্ষার্থীরা বলেন এই দিনটি শিক্ষকদের একটি বিশেষ দিন, তারা যেন সবসময় ভালো থাকে আমরা সেই কামনা করি, শিক্ষকরাই আমাদের জ্ঞান অর্জনের পথ দেখিয়ে থাকেন, সঠিক পথে চলার জন্য বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে থাকেন।
এই অনুষ্ঠানটি ভালোভাবে উদযাপন করতে পেরে প্রত্যেক শিক্ষক এবং শিক্ষার্থীরা আনন্দিত। পূর্ব কোটালীপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে প্রতিবছর এই দিনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়ে থাকে।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: [email protected]
Copyright © 2025 দৈনিক সবুজ নগর